শাহরুখ-পুত্র আরিয়ান খান তাঁর পাসপোর্ট ফেরত চাওয়ার আর্জি জানিয়ে আবেদন করার পর উত্তর এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তরফ থেকে। এনসিবি আজ আদালতে জানিয়েছে ‘বেল-বন্ড’ প্রত্যাহার করতে ও পাসপোর্ট ফেরত দিতে তাদের আপত্তি নেই, তবে আদেশনামায় ‘ডিসচার্জ’ লেখার ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে।
সরকার পক্ষের আইনজীবী অদ্বৈত সেথনা এনসিবি-র পক্ষ থেকে আরিয়ানের আবেদনের উত্তরে লেখা দু’পাতার একটি চিঠি আদালতে জমা দিয়ে বিষয়টি সম্পর্কে অবগত করেন। এই উত্তরের প্রেক্ষিতে বাদী ও বিবাদী— দুই পক্ষের বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ।
আরিয়ানের আইনজীবী অমিত দেশাই ও রাহুল অগ্রবাল বলেন, ‘‘অভিযোগকারীর বিরুদ্ধে যখন অভিযোগই তুলে নেওয়া হয়েছে, তখন নতুন করে আর কোন আদেশের অপেক্ষা করতে হবে?’’
দেশাই আরও বলেন, “এনসিবি-র উত্তর থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, সব তদন্তই শেষ। তাঁদের পক্ষ থেকে আরিয়ানের বিরুদ্ধে আনা সব অভিযোগই তুলে নেওয়া হয়েছে। কোনও তদন্তই আর বাকি নেই।’’
এর পর সরকার পক্ষের আইনজীবী বলেন, “আমাদের যা বক্তব্য, আদালতকে তা পরিষ্কার ভাবে জানানো হয়েছে। আরিয়ানের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেখানে ‘ডিসচার্জ’-এর কোনও উল্লেখ নেই। এটা ‘ডিসচার্জ’-এর আবেদন নয়।’’
এর উত্তরে আরিয়ানের আইনজীবী বলেন, ‘‘অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়লে তখনই ‘ডিসচার্জ’-এর আবেদন করা যায়। আরিয়ানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।’’
সওয়ালের শেষে বিচারক জানান, দিনের শেষে আদেশনামা দেওয়া হবে।
প্রসঙ্গত, মাদক-কাণ্ডে জড়িয়ে গত এক বছর হয়রানির শিকার হতে হয়েছে শাহরুখ-পুত্র আরিয়ানকে। জেল খেটেছেন মাসখানেক। শর্তসাপেক্ষে জামিন পেলেও জমা রাখতে হয়েছে পাসপোর্ট। তদন্তের শেষে তিনি এনসিবি-র ক্নিনচিট পেলেও ফেরত পাননি পাসপোর্ট। এবার আদালতের নির্দেশে পাসপোর্ট ফেরত ও বেলবন্ড প্রত্যাহারের সিদ্ধান্তে স্বস্তিতে আরিয়ান খান।