ধৃত সিভিক ভলান্টিয়ার আনা হচ্ছে প্রিজ়ন ভ্যানে, দুপুরে রায় ঘোষণা আরজি কর মামলার

ধৃত সিভিক ভলান্টিয়ারকে আনা হচ্ছে প্রিজ়ন ভ্যানে

আদালতের ব্যারিকেডের মাঝের অংশে পুলিশ ছাড়া বাকিদের থাকতে দেওয়া হচ্ছে না। ধৃত সিভিক ভলান্টিয়ারকে আনা হচ্ছে প্রিজ়ন ভ্যানে।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:৪৫ key status

যা বললেন নির্যাতিতার পরিবারের আইনজীবী

নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে রায় ঘোষণার আগে বললেন, ‘‘নির্যতিতাকে শুধু শারীরিক ভাবে হত্যা করা হয়নি, তাঁর আত্মাকেও হত্যা করা হয়েছে। যে বা যাঁরা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তাঁরা প্রত্যেককেই যেন আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়।’’

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:৪১ key status

কী বলছেন আরজি করের চিকিৎসকেরা

আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বললেন, ‘‘দোষীর চরমতম শাস্তি চাই। কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মামলার তদন্ত কত দূর? সেই তদন্ত থেমে কেন, ধৃত সিভিকের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা-ও আজ জানতে চাই।’’

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:০৩ key status

আদালতে পৌঁছে গেলেন বিচারক এবং আইনজীবীরা

আদালতে পৌঁছে গিয়েছেন বিচারক। সমস্ত পক্ষের আইনজীবীরা চলে এসেছেন। কড়া নিরাপত্তা শিয়ালদহ কোর্টে। ২২০ নম্বর কোর্ট রুমে হবে রায় ঘোষণা।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৪৪ key status

আদালতে চলে এসেছেন সিভিক ভলান্টিয়ারের আইনজীবী

ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবী কবিতা সরকার শিয়ালদহ আদালতে চলে এসেছেন।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৪২ key status

ভিড় জমছে আদালত চত্বরে

ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে শিয়ালদহ আদালত চত্বরে। অন্যান্য দিনের চেয়ে মানুষের আনাগোনা বেশি। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৩৫ key status

নিরাপত্তার কড়াকড়ি শিয়ালদহ আদালত চত্বরে

ব্যারিকেড আর ব্যারিকেড। আরজি কর মামলার রায় ঘোষণার আগে নিরাপত্তার কড়াকড়ি শিয়ালদহ আদালত চত্বরে।  

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০৬ key status

হাসপাতালেই চিকিৎসককে ধর্ষণ এবং খুন!

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন রাতেও হাসপাতালে ‘ডিউটি’ ছিল তাঁর।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০৬ key status

যা ঘটেছিল অগস্টে

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ওই সেমিনার হল-এ ঢুকতে-বেরোতে। ঘটনার পর দিন অর্থাৎ, ১০ অগস্ট টালা থানার পুলিশের হাতে গ্রেফতার হন সঞ্জয়। তার পর প্রায় পাঁচ মাস কেটেছে। আরজি করের ঘটনার ১৬২ দিনের মাথায় শনিবার রায় দিল আদালত।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০৫ key status

বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর

আর জি করের ধর্ষণ এবং খুনের মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। ঘটনার দু’মাসের মাথায় বিচারপর্ব শুরু হয়। শিয়ালদহ আদালতই রায় ঘোষণার দিন জানিয়েছিল। গত ৯ জানুয়ারি সিবিআইয়ের আইনজীবী, নির্যাতিতার পরিবারের সদস্যেরা এবং তাঁদের আইনজীবীরা উপস্থিত ছিলেন আদালতে। সেখানে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করে সিবিআই। আদালতে তাঁর ‘সর্বোচ্চ শাস্তি’র আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। 

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০৫ key status

আরজি কর-কাণ্ডের দোষীর ফাঁসির পক্ষে সওয়াল রাজ্যের

রাজ্য সরকারও আরজি কর-কাণ্ডের দোষীর ফাঁসির পক্ষেই সওয়াল করে। সিবিআই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করে।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০৪ key status

আজই রায় ঘোষণা

আরজি কর-কাণ্ডের শুনানি হবে আদালতে রুদ্ধদ্বার কক্ষে। গত ৯ জানুয়ারি বিচারক অনির্বাণ দাস ওই মামলায় রায় ঘোষণার কথা জানিয়েছিলেন। সে দিন এজলাসে ছিলেন ধৃত সঞ্জয়ও।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০৩ key status

আরজি করের ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলছে সিবিআই

আরজি করের ঘটনায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। একাধিক তথ্য পেশ করা হয় আদালতে। ওই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করেন সিবিআইয়ের আইনজীবী।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০২ key status

রেকর্ড হয়েছে ৫২ জন সাক্ষীর বয়ান

আর জি কর মামলায় মোট ৫২ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। সঞ্জয়ের আইনজীবী হলফনামা জমা দিয়েছিলেন। অন্য দিকে, গত শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সওয়াল করতে গিয়ে তদন্তপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন। তদন্ত ঠিক ভাবে হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০১ key status

যা হয়েছে শেষ শুনানিতে

শেষ শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতের বাইরে বেরিয়ে বলেন, ‘‘আমরা বিচার চাইতে এসেছি। যিনি বা যাঁরা যুক্ত, তাঁরা যেন সর্বোচ্চ সাজা পান। লিখিত আকারে আমাদের আবেদন জমা দিয়েছি। আমাদের বক্তব্যের পর সিবিআই উত্তর দিয়েছে। অতিরিক্ত চার্জশিট এখনও জমা পড়েনি। পুরোপুরি তদন্তও শেষ হয়নি। আরও কেউ যুক্ত থাকলে তাঁদের নামও সামনে আসবে বলে আশা করছি।’’

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০১ key status

শুধু সঞ্জয়কে দোষী বলে মনে করেন না নির্যাতিতার বাবা

সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা-মায়ের দাবি, মেয়ের ধর্ষণ-খুনে এক নয়, একাধিক ব্যক্তি জড়িত। তাঁদের খুঁজে বার করা হোক। এর আগে নিম্ন আদালতে ৫৭ পাতার একটি বক্তব্য জমা দেন নির্যাতিতার বাবা-মা।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০০ key status

নির্যাতিতার পরিবার যা বলছে

এর আগে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেখানে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন তাঁরা। নতুন করে তদন্তের আর্জিও জানান। শুনানির শেষ দিনে নির্যাতিতার বাবার সন্দেহ, ওই ঘটনায় চার জুনিয়র ডাক্তারের ‘হাত’ থাকতে পারে। তিনি বলেন, ‘‘ওই দিন রাতে (৮ অগস্ট রাতে) যাঁরা আমার মেয়ের সঙ্গে ছিলেন, তাঁদের আমরা প্রচণ্ড ভাবে সাসপেক্ট (সন্দেহ) করছি। ডিএনএ রিপোর্ট তো পাওয়া গিয়েছে! তথ্যপ্রমাণও দেখেছেন। কোনও মহিলারও উপস্থিতি ছিল সেখানে।’’ সিবিআইকে তিনি ‘বিরোধী’ বলেও মন্তব্য করেন।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:০০ key status

শনিবার আরজি কর মামলার রায়

১১ নভেম্বর থেকে ৫০ দিন আরজি কর মামলার শুনানি চলেছে শিয়ালদহ আদালতে। অন্য দিকে, আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নজরদারিতে ওই ঘটনার তদন্ত হয়েছে। সুপ্রিম কোর্টে যত বারই শুনানি হয়েছে, তত বারই তদন্ত নিয়ে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.