লর্ডসে টানটান উত্তেজনার টেস্ট জিতে ফুটছেন জফ্রা আর্চার। চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা ইংল্যান্ডের জোরে বোলার বাকি দু’টি টেস্টেও ভারতকে হারাতে চান। এই সিরিজ়েই আসন্ন অ্যাশেজ় সিরিজ়ের প্রস্তুতি সেরে নিতে চান আর্চার।
চোট-আঘাতের জন্য বার বার পিছিয়ে গিয়েছে আর্চারের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ফিরেছেন লাল বলের ক্রিকেটে। চার বছর পর টেস্ট খেলতে নামা বোলার হতাশ করেননি ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের। দু’ইনিংস মিলিয়ে নিয়েছেন ৫টি উইকেট। বেন স্টোকসের দলের জয়ের অন্যতম নায়ক তিনি। লর্ডসে জয়ের পর ফুটছেন আর্চার। তাঁর নজর এখন আগামী অ্যাশেজ় সিরিজ়ে। তার আগে ভারতের বিরুদ্ধে সিরিজ় জিততে চান।
আর্চার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে বাকি দু’টি টেস্টই খেলতে চান। চাপ কমানোর জন্য অনুমতি না পেলে আলাদা কথা। কিন্তু বসে থাকতে চান না। ভারত-ইংল্যান্ড সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমাকে অনুমতি এবং সুযোগ দেওয়া হলে বাকি দু’টি টেস্টেই খেলতে চাই। কোনও ভাবেই এই সিরিজ় হারতে চাই না। আগেই জানিয়েছিলাম, এই গ্রীষ্মেই টেস্ট খেলতে চাই। অ্যাশেজ়ও খেলতে চাই। প্রথম লক্ষ্যটা পূর্ণ হয়েছে। আরও শক্তিশালী হয়ে উঠতে চাই। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার জন্য আমি সব কিছু করতে তৈরি।’’
টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে কিছুটা আবেগপ্রবণ আর্চার। ইংল্যান্ডের জোরে বোলার বলেছেন, ‘‘চোট সারিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা সবচেয়ে কঠিন। গত দেড় বছর ধরে টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেট খেলছি। ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব নেওয়ার পর দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার খেলার ধরনের সঙ্গে মেলে এই ক্রিকেট। টেস্ট ক্রিকেটে ফিরতে পারা এবং নিজের মতো করে পারফর্ম করতে পারার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম।’’