‘সেল’ নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। ‘ব্যাট উওম্যান’ নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষকদল গবেষণাটি চালিয়েছে। আর তার পরেই আবিষ্কৃত হয়েছে নতুন এই করোনা ভাইরাস।
2/6
মানবদেহে সংক্রমণ ছড়াতে পারে?

এই ভাইরাস কি সত্যিই বাদুড় থেকে মানবদেহে সংক্রমণ ছড়াতে পারে? এই প্রশ্নটাই এখন সকলের মনে। কী বলছেন বিজ্ঞানীরা?
3/6
আশ্চর্য মিল!

বিজ্ঞানীরা বলছেন, সেই সম্ভাবনা প্রবল। তাঁরা এই কথা বলছেন, কেননা, আগের করোনা ভাইরাসের সঙ্গে নতুন এই ভাইরাসের গঠনের আশ্চর্য মিল!
4/6
বিশ্বে অসংখ্য করোনা ভাইরাস

তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা এ-ও মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যেগুলির মধ্যে খুব সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।
5/6
বিশেষ উদযাপন

পাশাপাশি বিজ্ঞানীরা এ-ও বলছেন, ব্যাট মারবিকোভাইরাস মানুষের পক্ষে যথেষ্ট আতঙ্কের হয়ে উঠতে পারে। কোনও ইন্টারমিডিয়েট হোস্ট থাকলে বিষয়টি তরান্বিত হয়ে উঠতে পারে।
6/6
হু কী বলছে?
