উত্তর প্রদেশের বিধানসভা ভবনের গেটের সামনে এক মহিলার আত্মহত্যার চেষ্টার ঘটনায় নতুন তথ্য সামনে এলো। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর শশুরবাড়িতে লাগাতার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন। সৌদি আরবে থাকা স্বামীকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন কয়েকদিন আগে। কিন্তু পুলিস ঘটনা খতিয়ে দেখার আগেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণী। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।
জানা গিয়েছে, অঞ্জনা তিওয়ারি বিবাহিতা ছিলেন। কিন্তু আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে নিজের স্বামীকে ডিভোর্স দেন। বিয়ে করেন আসিফকে। বিয়ের পরে ইসলামে ধর্মান্তরিত হন এবং তাঁর নাম হয় আয়েশা। এদিকে বিয়ের কিছুদিন পরেই অঞ্জনা ওরফে আয়েশাকে বাড়িতে রেখে সৌদি আরবে কাজের সূত্রে চলে যায় আসিফ। কিন্তু বাড়িতে লাগাতার মানসিক, শারীরিক অত্যাচারের শিকার হতে হয় তাকে। বারবার স্বামীকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন। কিন্তু পুরো বিষয়টি পুলিস খতিয়ে দেখার পূর্বেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই মহিলা। বিধানসভা গেটে নিজের গায়ে আগুন লাগিয়ে নেন তিনি। কিন্তু উপস্থিত পুলিশকর্মীরা ছুটে এসে তৎক্ষণাৎ আগুন নিভিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ধর্মান্তরিত ওই তরুণী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, পুলিস পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।