আইপিএল শেষ হওয়ার পরে জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পাঁচটি টেস্ট খেলবে তারা। সেই সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ফলে তাঁদের ছাড়াই দল নির্বাচন করতে হবে অজিত আগরকরের কমিটিকে। রোহিত অবসর নেওয়ায় নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে। ২৩ মে সম্ভবত ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হবে। তার আগে ১৫ জনের দলে কারা থাকতে পারেন তা বেছে দিল আনন্দবাজার ডট কম।
যেহেতু ইংল্যান্ডে খেলা, তাই দলে পেসারের সংখ্যা বেশি রাখবেন নির্বাচকেরা। পাশাপাশি বেশি অলরাউন্ডার নেওয়ার কথাও ভাবতে পারেন তাঁরা। ১৫ জনের দলে পাঁচ বিশেষজ্ঞ ব্যাটার, দুই উইকেটরক্ষক, তিন অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও চার বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে।
ভারতের ১৫ জনের সম্ভাব্য দল:
১) যশস্বী জয়সওয়াল— ভারতের টেস্ট দলে ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে শতরান করেছেন। ইংল্যান্ডে প্রথম বার টেস্ট সিরিজ় খেলতে যাওয়া যশস্বীকে ওপেনার হিসাবে খেলানো হবে।
২) লোকেশ রাহুল— রোহিত অবসর নেওয়ায় এক জন ওপেনার দরকার ভারতের। নতুন কোনও ওপেনারের উপর ভরসা না করে অভিজ্ঞ রাহুলকে খেলাতে পারে তারা। রাহুলের অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে ওপেন করার। ইংল্যান্ডেও সেই কাজ করতে হবে তাঁকে।
৩) শুভমন গিল (অধিনায়ক)— রোহিতের পরে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমন। তিনি টেস্ট দলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করেছেন। ইংল্যান্ডেও সেটাই দেখা যাবে।
৪) শ্রেয়স আয়ার— কোহলি অবসর নেওয়ায় জায়গা পেতে পারেন শ্রেয়স। শেষ ১৫ মাস তিনি টেস্ট খেলেননি। কিন্তু ভাল ফর্মে রয়েছেন শ্রেয়স। তাই তাঁকে আবার ভারতের সাদা জার্সিতে দেখা যেতে পারে।
৫) করুণ নায়ার— শ্রেয়সের মতো করুণও ফিরতে পারেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করায় ‘ভারত এ’ দলে করুণের জায়গা পাওয়া সময়ের অপেক্ষা। অর্থাৎ, আগেই ইংল্যান্ডে চলে যাবেন তিনি। সেখান থেকে সিনিয়রদের দলে নেওয়া হতে পারে তাঁকে।
৬) ঋষভ পন্থ— টেস্টে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক। গত ইংল্যান্ড সিরিজ়েও ভাল খেলেছিলেন পন্থ। আইপিএলে ছন্দে না থাকলেও পন্থের উপরেই ভরসা রাখবেন নির্বাচকেরা।
৭) ধ্রুব জুরেল— গত কয়েকটি সিরিজ়ে ভারতের দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক জুরেল। তিনিও করুণের মতোই ভারত এ দলের হয়ে আগে ইংল্যান্ডে যাবেন।
৮) নীতীশ রেড্ডি— অস্ট্রেলিয়া সফরে জন্ম নিয়েছেন এই তারকা। ভারতের টেস্ট জার্সিতে তিনিই একমাত্র পেস বোলার অলরাউন্ডার। অর্থাৎ, হার্দিক পাণ্ড্যের জায়গা ভরাট করার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
৯) রবীন্দ্র জাডেজা— রবিচন্দ্রন অশ্বিন অবসর নিলেও জাডেজা এখনও খেলছেন। ইংল্যান্ড সফরে ভারত যে তিন জন অলরাউন্ডার খেলাতে পারে, তাদের মধ্যে এক জন জাডেজা।
১০) অক্ষর পটেল— জাডেজার মতোই অক্ষরও স্পিনার অলরাউন্ডার। দু’জন ১৫ জনের দলে থাকলেও ইংল্যান্ডের মাটিতে প্রথম একাদশে জায়গা পাবেন এক জনই।
১১) কুলদীপ যাদব— দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। জাডেজা এবং অক্ষর থাকায় আর কোনও বিশেষজ্ঞ স্পিনারের দরকার পড়বে না ভারতের।
১২) জসপ্রীত বুমরাহ— ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন বুমরাহ। ইংল্যান্ডের দলে মহম্মদ শামির সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বুমরাহের বাড়তি দায়িত্ব থাকবে। তবে সব টেস্টে খেলবেন না তিনি। খুব বেশি হলে তিনটি টেস্টে খেলানো হবে তাঁকে।
১৩) মহম্মদ সিরাজ— আইপিএলে ছন্দে রয়েছেন সিরাজ। শামি না খেললে বুমরাহের সঙ্গে তাঁকেই দায়িত্ব সামলাতে হবে। যে ম্যাচে বুমরাহ খেলবেন না সেই ম্যাচে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন সিরাজ।
১৪) প্রসিদ্ধ কৃষ্ণ— আইপিএলে ভাল ছন্দে রয়েছেন প্রসিদ্ধ। তাঁর উচ্চতা ও গতি ইংল্যান্ডে বড় অস্ত্র হতে পারে ভারতের। ইংল্যান্ড সফরে যাওয়ার কথা তাঁর।
১৫) যশ দয়াল— এক জন বাঁহাতি পেসারের কথা ভাবছেন নির্বাচকেরা। খলিল আহমেদ আইপিএলে ভাল খেললেও তাঁর চেয়ে গতি বেশি দয়ালের। ফলে ইংল্যান্ড সফরে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।