Amit Shah, BJP, আগে জঙ্গিদের মহিমান্বিত করা হতো, আজ পুঁতে দেওয়া হয়, রাজ্যসভায় জোড়ালো দাবি অমিত শাহর

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছে মোদী সরকার। আর তারপর থেকেই জঙ্গি কার্যকলাপে অনেকটাই লাগাম টানা গেছে, রাজ্যসভায় এমনই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, দশ বছর আগে সেখানে প্রায়শই জঙ্গিদের শবযাত্রা বের হতো। আজ ওদের ঘটনাস্থলেই কবর দিয়ে দেওয়া হয়।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যাবলী নিয়ে আলোচনা হচ্ছিল রাজ্য সভায়। সেই সময় অমিত শাহর বক্তব্যে কাশ্মীরের জঙ্গি প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, বছর দশেক আগে জঙ্গিদের শবযাত্রা খুব সাধারণ একটা বিষয় ছিল। লোকেরা ওদের মহিমান্বিত করত। কিন্তু আজ জঙ্গিদের খতম করা হলে সেখানেই পুঁতে দেওয়া হয়। কড়া বার্তা দিতে ওদের আত্মীয়-স্বজনরা যারা একসময় সরকারি চাকরি পেতেন তাদের এক ধাক্কায় সেইসব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরের জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গ তুলে শাহর দাবি, মোদী সরকারের আমলে ইউপিএ সরকারের তুলনায় সন্ত্রাসবাদ অনেকটাই কমেছে। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭২১৭টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। আর ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত জঙ্গি হামলার সংখ্যা মাত্র ২২৪২।

পাশাপাশি তাঁর দাবি, জঙ্গি হামলায় মৃত্যুর ঘটনা ৭০ শতাংশ কমেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে মোদী সরকার। সেই প্রসঙ্গে ইউপিএ সরকারকেই কাঠগড়ায় তুলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, সেই আমলে জঙ্গি হামলা হলে কোনে কড়া পদক্ষেপ করা হতো না। সময়ের নিয়মে মানুষ ভুলেও যেত। কিন্তু মোদী সরকারের আমলে পরিস্থিতি বদলেছে। তাই উড়ি বা পুলওয়ামা হামলার মত ঘটনার পরই সার্জিকাল এয়ার স্ট্রাইক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.