৭৫টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা! হঠাৎ ঘোষণা ট্রাম্প প্রশাসনের, তালিকায় ভারতের পড়শিও?

৭৫টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা। বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়ে দিয়েছে, অনির্দিষ্ট কালের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। সেই সঙ্গে দিন দুয়েক আগেই লক্ষাধিক ভিসা বাতিল করার কথা ঘোষণা করেছিল হোয়াইট হাউস।

মার্কিন বিদেশ দফতর সমাজমাধ্যমে লিখেছে, ‘‘৭৫টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায় ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান।’’ নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না— এটা নিশ্চিত না করা পর্যন্ত ভিসার স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানি়য়েছে হোয়াইট হাউস।

কোন কোন দেশের ভিসা বন্ধ করা হচ্ছে? পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করেনি বিদেশ দফতর। তবে সমাজমাধ্যমে কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সোমালিয়া, হাইতি, ইরান, এরিট্রিয়ার মতো দেশ। অভিযোগ, এই সমস্ত দেশের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন জনগণের বিবিধ অভিযোগ থাকে। আমেরিকানদের উদারতার অপব্যবহার যাতে না হয়, তা নিশ্চিত করতে চায় বিদেশ দফতর। দাবি, ট্রাম্প প্রশাসন সবসময় আমেরিকাকেই অগ্রাধিকার দিয়ে এসেছে।

বিদেশ দফতরের ঘোষণার আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ় প্রথম এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, আগামী ২১ জানুয়ারি থেকে ভিসায় স্থগিতাদেশ কার্যকর করা হবে। ৭৫টি দেশের তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজ়িল, নাইজ়িরিয়া, তাইল্যান্ডের মতো দেশও রয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল। বলা হয়, এই সমস্ত দেশের দূতাবাসগুলিতে ইতিমধ্যে নির্দেশিকা চলে গিয়েছে।

গত নভেম্বরে ট্রাম্প নিজে ঘোষণা করেছিলেন যে, তিনি আমেরিকার স্বার্থে তৃতীয় বিশ্বের সমস্ত দেশের নাগরিকদের জন্য অভিবাসনের দরজা স্থায়ী ভাবে বন্ধ করে দেবেন। তার পরের দিনই আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। হোয়াইট হাউসের সামনে এক আফগান বন্দুকবাজের হামলায় আমেরিকার দু’জন ন্যাশনাল গার্ডের মৃত্যুর পর ওই পদক্ষেপ করেছিলেন ট্রাম্প। এ বার ৭৫টি দেশকে অভিবাসন ভিসা দেওয়া বন্ধ করার কথা জানানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.