জোড়া ধাক্কা আকাশদীপের, ক্রিজ়ে টিকে থাকার লড়াই স্টোকস-স্মিথের, এজবাস্টনে জিততে শুভমনদের চাই পাঁচ উইকেট

ধস থামিয়ে লড়ছেন স্টোকস-স্মিথ

পোপ এবং ব্রুক ফেরার পর ক্রিজ়‌ে টিকে থাকার মরিয়া চেষ্টা করছেন স্টোকস এবং স্মিথ। প্রথম সেশনে আর উইকেট পড়েনি। স্টোকস ১০ এবং স্মিথ ১৯ রানে খেলছেন। ইংল্যান্ড ১২৩-৫।

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৭:৩৮ key status

আউট ব্রুক

প্রথম ইনিংসের শতরানকারীকে ফিরিয়ে দিলেন আকাশ। বল পিচে পড়ে এতটাই ভেতরে ঢুকে এল যে ব্যাট বলের লাইনে নিয়েই যেতে পারলেন না ব্রুক। ফিরলেন ২৩ রানে।

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৭:২৫ key status

আউট পোপ

পঞ্চম দিনের চতুর্থ ওভারেই উইকেট পেল ভারত। আকাশদীপের বলে প্লেড-অন হলেন অলি পোপ (২৪)। 

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৭:০২ key status

খেলা শুরু হবে একটু পরেই

ভারতীয় সময় বিকাল ৫:১০ মিনিটে শুরু হবে খেলা। বৃষ্টির জন্য শেষ দিনের ওভার সংখ্যা কমিয়ে ৮০ করা হয়েছে। মধ্যাহ্নভোজ ভারতীয় সময় সন্ধে ৭টায়। চা পানের বিরতি ভারতীয় সময় রাত ৯:৪০ মিনিটে। রাত ১১:৩০ মিনিট পর্যন্ত খেলা চলবে।

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৬:২৫ key status

কী করছেন আম্পায়ারেরা?

আপাতত মাঠের যে যে জায়গায় জল জমে রয়েছে সেটা গিয়ে পরীক্ষা করছেন। বৃষ্টি এখন বন্ধ। তবে দূরে রয়েছে কালো মেঘ যা এগিয়ে আসছে মাঠের দিকে। অর্থাৎ কিছু ক্ষণ পর আবার বৃষ্টি হতে পারে। কভার এনে আবার ঢেকে দেওয়া হল পিচ।

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৬:১৩ key status

পিচ পরীক্ষা ৪.১৫-তে

বৃষ্টি পুরোপুরি কমে গিয়েছে। আকাশও উজ্জ্বল। তাই আম্পায়ারেরা ভারতীয় সময় ৪.১৫ নাগাদ পিচ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৬:০২ key status

বৃষ্টির তেজ কমেছে

মাঠকর্মীরা আপাতত অপেক্ষা করছে কভার সরানোর। আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ফ্লাডলাইটও। সুপার সপার দিয়ে কভারের জল শোকানোর কাজ চলছে।

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৫:৩৭ key status

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এজবাস্টনে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সকাল থেকে প্রতি ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, সকাল ৬টা বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ। সকাল ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৮৯ শতাংশ। অর্থাৎ, পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে। সকাল ৯টায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এর পর খেলা শুরুর সময়, সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৬ শতাংশ। দুপুর ১২টার সময়ও একই রকম পরিস্থিতি থাকতে পারে। দুপুর ১টার সময় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ২টোয় ২০ শতাংশ বৃষ্টি হতে পারে। অর্থাৎ চা পানের বিরতির আগে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারত কি ইংল্যান্ডকে অল আউট করার সুযোগ বা সময় আদৌ পাবে?

timer শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৫:২৯ key status

খেলা শুরু হল না নির্দিষ্ট সময়ে

এজবাস্টনে বৃষ্টি। মিলে গেল আবহবিদদের পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.