৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। হাঁটুতে অস্ত্রোপচারের পরেও ২০ ওভার উইকেটের পিছনে দেখা যাচ্ছে তাঁকে। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে খুব কম বারই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। কয়েক বছর আগেও ধোনির সঙ্গে দৌড়ে পারতেন না হার্দিক পাণ্ড্যেরা। অথচ ২৮ বছরের আকাশদীপ, ২২ বছরের নীতীশ রেড্ডিরা বার বার চোট পাচ্ছেন। কেন এই সমস্যা হচ্ছে? কারণের পাশাপাশি তার সমাধানও বাতলে দিলেন ধোনি।
নিজের শহর রাঁচীতে একটা অনুষ্ঠানে ধোনিকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক জানিয়েছেন, তরুণ প্রজন্ম পরিশ্রম করে না। খেলাধুলো করে না। ফলে ফিটনেসে সমস্যা হচ্ছে। ধোনি বলেন, “এখনকার দিনে তরুণ প্রজন্মের ফিটনেস কমে যাচ্ছে। তার কারণ, শারীরিক পরিশ্রম কম হচ্ছে। এখন কেউ খেলাধুলো করতে চায় না। সেই কারণে গোটা ভারতের তরুণদের ফিটনেস কমছে।”
এই প্রসঙ্গে তাঁর কন্যা জিভার উদাহরণও টেনেছেন ধোনি। তিনি বলেন, “এমনকি, আমার মেয়েও শারীরিক পরিশ্রম করে না। ও কোনও খেলাধুলো করে না। তাই আমাদের ভাবতে হয়, কী ভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখব। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হবে না। সেটা সকলকেই বুঝতে হবে।”
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে পিঠে ব্যথা হয়েছিল আকাশদীপের। সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আইপিএলের শুরুর দিকেও খেলতে পারেননি বাংলার পেসার। পরে চোট সারিয়ে দলে ফিরে ইংল্যান্ডে দুটো টেস্ট খেলে আবার পিঠে ব্যথা শুরু হয়েছে আকাশের। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম।
একই হাল নীতীশের। আইপিএলের আগে চোট পেয়েছিলেন তিনি। ফলে আইপিএলের শুরুতে বল করেননি। ইংল্যান্ডে দুটো টেস্ট খেলার পর জিম করতে গিয়ে এমন চোট পেয়েছেন যে সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। দেশে ফিরেছেন তিনি। পিঠের ব্যথা ভুগিয়েছে জসপ্রীত বুমরাহকেও। চলতি সিরিজ়ে তিনি তিনটের বেশি টেস্টে খেলতে পারবেন না। কোমরের চোটে লাল বলের কেরিয়ারই শেষ হয়ে গিয়েছে হার্দিকের। এই পরিস্থিতিতে কী ভাবে সুস্থ থাকা যায়, সেই উপায় বাতলে দিয়েছেন ধোনি।