লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ২৪২ আরোহীর মধ্যে এক যাত্রীর প্রাণরক্ষা! ক্ষতিপূরণ ঘোষণা করল বিমান সংস্থা

হস্টেল পুনর্নির্মাণে সাহায্য!

এয়ার ইন্ডিয়ার বিমানটি বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। বিস্ফোরণও হয়। তাতে বহুতলটিই প্রায় সম্পূর্ণ ভাবেই ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ জন চিকিৎসকেরও মৃত্যু হয়েছে। ওই হস্টেলটি পুনর্নির্মাণে টাটা গোষ্ঠী সাহায্য করবে বলেও জানিয়েছেন চন্দ্রশেখরণ।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২১:০৯ key status

ক্ষতিপূরণ ঘোষণা

অহমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচও বহন করবে টাটা গোষ্ঠী।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:৩১ key status

ঘটনাস্থলে শাহ

অহমদাবাদে ঘটনাস্থলে পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:১৮ key status

বেঁচে এক জন!

অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানে সওয়ার এক জনের প্রাণ বেঁচেছে। তিনি ১১এ আসনে বসেছিলেন। তবে মৃতের সংখ্যার বিষয়ে তিনি কিছু জানাননি।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:১৮ key status

কেউ বেঁচে নেই!

অহমদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার ২৪২ জনই নিহত। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৮:৪২ key status

সিভিল হাসপাতালে আহতেরা

গুজরাতের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব জানিয়েছেন, বিমানটি যে এলাকায় ভেঙে পড়েছে, সেখানে রয়েছে হস্টেল, হাসপাতালের কর্মীদের কোয়ার্টার এবং বহুতল। এই ঘটনায় আহত ৫০ জনকে অহমদাবাদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Powered by:PauseSkip backward ৫ secondsSkip forward ৫ secondsMuteFullscreen

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৮:৩৪ key status

শোকপ্রকাশ ইউনূসের

বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতের সরকার এবং জনগণের পাশে রয়েছে বাংলাদেশ বলেও জানিয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:৪০ key status

মৃতের সংখ্যা কত?

রয়টার্স বলছে, অহমদাবাদের একটি হাসপাতালে ১০০ জনের দেহ আনা হয়েছে। তারা এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করেছে। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:৩৭ key status

গুজরাতে শাহ

গুজরাতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:১২ key status

আহতদের দেখতে হাসপাতালে গুজরাতের মুখ্যমন্ত্রী

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে অহমদাবাদের সিভিল হাসপাতালে পৌঁছোলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:০৮ key status

তদন্ত করবে এএআইবি

কী ভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, তা তদন্ত করে দেখবে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:০৬ key status

ফের পরিষেবা চালু হল অহমদাবাদ বিমানবন্দরে

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৪টে ৫ মিনিট থেকে ফের বিমান পরিষেবা চালু হয়েছে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে। যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে নজর রেখে বিমানবন্দরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:০২ key status

রহস্যের কিনারা করতে পারে ‘ব্ল্যাকবক্স’

কী ভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, তা স্পষ্ট নয়। তবে বিমানের ‘ব্ল্যাকবক্স’-এ থাকা তথ্য হাতে এলে দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:০০ key status

বিপদবার্তা পাঠিয়েছিলেন পাইলট

অহমদাবাদে বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিপদবার্তা পাঠিয়েছিল (মে ডে কল)। ফ্লাইটরাডা২৪-এর তথ্য অনুযায়ী, পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর যোগাযোগ করা যায়নি। তার পরই বিমান ভেঙে পড়ার খবর জানা যায়।

কী এই ‘মে ডে কল’?

বিমান পরিষেবার পরিভাষায় এটিকে ‘বিপদসঙ্কেত’ বলা হয়। আপৎকালীন পরিস্থিতিতে পাইলট যখন কোনও বিপদের আঁচ পান, তখন এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়ে থাকে। ফরাসি শব্দ ‘মেইডার’ থেকে ‘মে ডে’ শব্দটি এসেছে। যার অর্থ ‘আমাকে সাহায্য করুন’। সাধারণত এটিসি এবং ওই এটিসি-র আওতায় থাকা আকাশপথে কোনও বিমানের মধ্যে রেডিয়ো যোগাযোগকে ‘মে ডে কল’ বলে। এই শব্দবন্ধের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয়।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৫৬ key status

কী দেখা গেল স্যাটেলাইট ছবিতে

স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে। উড়তে শুরু করার পর হঠাৎই বিমানটি বাঁ দিকে বাঁকতে শুরু করে। এর পরেই বিমানের পিছনের দিকটি নীচের দিকে নেমে গিয়ে বিমানবন্দর চত্বরের ভিতরে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার’ নামক একটি বহুতলের কাছে একটি হস্টেলের উপর ভেঙে পড়ে। প্রসঙ্গত, ট্যাক্সিওয়ে হল বিমানবন্দরের টার্মিনাল এবং রানওয়ের সংযোগরক্ষাকারী রাস্তা। অবতরণ করার পর কোনও বিমান রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে ধরেই টার্মিনালে পৌঁছোয়। সেখানেই যাত্রীরা বিমান থেকে নামেন।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৫৪ key status

কী ধরনের বিমান ছিল এটি

এটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল। এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ ২৯০ থেকে ৩০০ জন যাত্রী থাকতে পারেন বলে জানা গিয়েছে।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৫২ key status

বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী?

অহমদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছে, তাতে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ছিলেন। কয়েকটি সূত্রে তেমনটাই দাবি করা হচ্ছে। বিমানের যাত্রীদের তালিকায় তাঁর নাম ছিল। তাঁর ঘনিষ্ঠ প্রশান্ত ভালা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। 

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন।

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৪৯ key status

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৩০টি দেহ উদ্ধার: রয়টার্স

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৩০টি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিমানের ভিতর এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৪৬ key status

শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এই শোকের আবহে গোটা দেশে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে।”

timer শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৪৪ key status

শোকপ্রকাশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ভারতের অহমদাবাদ শহরে লন্ডনগামী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বহু ব্রিটিশ নাগরিক বিমানে ছিলেন। পরিস্থিতির দিকে নজর রাখছি। এই দুঃসহ পরিস্থিতিতে যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.