Ahmedabad Plane Crash: ‘খুব শিগগিরই দেখা হবে’,জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে টিকিট রিশিডিউল করে অভিশপ্ত উড়ানে, চিরবিচ্ছেদ…

কেরিয়ারের কারণে বিয়ের পর থেকে দীর্ঘ ৪ বছর ধরে দুজন দু’দেশে আলাদা রয়েছেন। তাই ঠিক করেছিলেন এবার জন্মদিনেই লন্ডন উড়ে গিয়ে স্বামী রব্বিকে সারপ্রাইজ দেবেন। তাই লন্ডন যাওয়ার টিকিট কাটেন হরপ্রীত কৌর হোরা (Harpreet Kaur Hora)। তবে প্রথমেই তিনি এই অভিশপ্ত AI 171-এ টিকিট কাটেননি। নিয়তি তাঁকে টেনে আনে (Ahmedabad Plane Crash) এই অভিশপ্ত বোয়িং 787-8 ড্রিমলাইনারে (Boeing 787-8Dreamliner)। 

হরপ্রীত প্রথমে টিকিট কেটেছিলেন ১৯ জুন। কিন্তু স্বামী রব্বির জন্মদিন ১৬ জুন। তাই স্বামীর সঙ্গেই যখন দেখা করতে যাবেন, তখন জন্মদিন মিস করবেন? সেটা করা যাবে না! তাই হরপ্রীত ঠিক করেন, স্বামীকে না জানিয়েই টিকিট বদল করে আগের ফ্লাইটে যাবেন তিনি। জন্মদিনে সারপ্রাইজ দেবেন স্বামী রব্বিকে। সেই ভেবেই ১৯ জুনের ফ্লাইটের টিকিট রিশিডিউল করে ১২ জুনের এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারে টিকিট কাটেন তিনি। 22E সিটের যাত্রী ছিলেন তিনি। কিন্তু লন্ডন গিয়ে স্বামী রব্বিকে জন্মদিনে আর সারপ্রাইজ দেওয়া হল না হরপ্রীতের। অভিশপ্ত AI 171-র হতভাগ্য ২৪১ জন যাত্রীর (Air India crash) মধ্যে একজন হয়ে গিয়েছেন হরপ্রীত। 

শুধু ফ্লাইট রিশিডিউল করে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ওঠাই নয়, ভাগ্য যেন হরপ্রীতকে বেঙ্গালুরু থেকে টেনে আনে আমদাবাদে। হতভাগ্য হরপ্রীত থাকতেন বেঙ্গালুরুতে। আইটিতে কাজ করতেন তিনি। আমদাবাদ এসেছিলেন অসুস্থ বাবাকে দেখতে। বাবাকে দেখে আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলেন তিনি। বিয়ের পর থেকে ৪ বছর ধরে আলাদা থাকলেও হরপ্রীত-রব্বি নিয়মিত ভিডিয়ো কলে কথা বলতেন। দু’জনেই দুজনকে বলতেন, এই আলাদা থাকা অল্প কয়েকদিনের জন্য। খুব শিগগিরই তাঁদের দেখা হবে। কিন্তু এক অভিশপ্ত উড়ানে সব শেষ। রব্বির সঙ্গে চিরবিচ্ছেদ হরপ্রীতের… সারপ্রাইজ দিতে চেয়েছিলেন হরপ্রীত। দুর্ঘটনার আকস্মিকতায় দুই পরিবার এখন শোকবিহ্বল, হতভম্ব, স্তব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.