আবার অহমদাবাদ! ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন, ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ‘মে ডে কল’ পাঠালেন পাইলট

অহমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে আবার বিমান বিপত্তি। আবার বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিপদবার্তা (মে ডে কল) পাঠাতে হল পাইলটকে। ইন্ডিগোর ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। রানওয়ে ছাড়ার পরমুহূর্তেই তা পাইলট টের পান। ‘মে ডে কল’ পাঠান। অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইঞ্জিনে আগুন নিয়েই বিমানটিকে নিরাপদে রানওয়েতে ফেরাতে পেরেছেন পাইলট। যাত্রীরা সকলে সুরক্ষিত।

ইন্ডিগোর ৬ই ৭৯৬৬ বিমানটিতে ৬০ জন যাত্রী ছিলেন। বিমান সংস্থার তরফে মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, ‘‘অহমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিয়ম মেনে পাইলট কর্তৃপক্ষকে তা জানান এবং বিমানটিকে আবার রানওয়েতে ফিরিয়ে আনেন। ওই বিমানের প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হবে। তার পর আবার তা ব্যবহার করা হবে।’’

বুধবার সকাল ১১টায় অহমদাবাদ বিমানবন্দর ছাড়ার কথা ছিল ইন্ডিগোর ওই বিমানটির। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। পরবর্তী বিমানের বন্দোবস্ত না করা পর্যন্ত তাঁদের খাওয়া-থাকার ব্যবস্থা করা হচ্ছে। কেউ চাইলে যাত্রা বাতিল করে সম্পূর্ণ টাকা ফেরতও নিতে পারেন।’’

এর আগে গত সোমবারই গোয়া থেকে ইনদওর যাওয়ার পথে ইন্ডিগোর বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। গত ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে নিকটবর্তী মেডিক্যাল হস্টেলের সঙ্গে ধাক্কা খেয়ে। ২৪২ জন ছিলেন ওই বিমানে। সবমিলিয়ে এই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছে। সে বারও পাইলট রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ‘মে ডে কল’ পাঠিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। বুধবারের ঘটনা সেই স্মৃতি উস্কে দিল আরও এক বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.