অপারেশন সিঁদুরের সময় ভারতের তৈরি ব্রহ্মস ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের বিমান ঘাঁটি। চিন থেকে ‘ধার’ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের কোনও কাজেই আসেনি। অহমদাবাদ থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এখনও এই ‘অস্ত্রপ্রয়োগ’ বিষয়টি খোলসা করেনি ভারতীয় সেনাবাহিনী।
সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুয়ায়ী শাহের দাবি, আগে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক সীমাবদ্ধ ছিল শুধু মাত্র পাক অধিকৃত কাশ্মীরের মধ্যেই। তবে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে থাকা জঙ্গি ও তাদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের বিমানবাহিনীর সুনির্দিষ্ট আক্রমণে পাকিস্তানের অনেক জায়গার ব্যাপক ক্ষতি হয়েছে, যা এত দিন দুর্ভেদ্য বলে পরিচিত ছিল।’’ আরও বলেন, এই ‘সুনির্দিষ্ট’ হানার জন্যই ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের মিথ্যাচার বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।’’ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, অপারেশনের পরের দিন জঙ্গিদের শেষকৃত্য হয়েছে পাক সেনাকর্তাদের উপস্থিতিতে।
তাঁর দাবি, সীমান্ত সুরক্ষার ইতিহাস লেখা হলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই অভিযানের নাম। ‘নরেন্দ্রভাই’ সম্বোধন করে প্রধানমন্ত্রীকেই ‘সাফল্য’-র কৃতিত্ব দেন শাহ। এর আগে যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, অপারেশন সিঁদুরের সময় ব্রহ্মস ছোড়া হয়েছে। তাঁর পরে একই দাবি করলেন শাহ। তবে ব্রহ্মস নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।