প্রায় সাড়ে তিন দিন কলকাতা মেট্রোর ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) কোনও স্টেশনের ডিসপ্লে-বোর্ডে পরবর্তী ট্রেনের সূচি ছিল না। সব সময় বোর্ড জুড়ে ছিল অন্ধকার। শুধু জ্বলজ্বল করত সেই সময়ে ক’টা বাজে। সোমবার বিকেলের পর থেকে মেট্রোর সেই রোগ সারল। আবার সচল হল ডিসপ্লে-বোর্ড। পরের ট্রেন কোথায় যাবে, কখন আসবে— সবই দেখা যাচ্ছে আগের মতোই।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে গত কয়েক দিন যাবৎ নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি তো আছেই, সেই সঙ্গে পরিষেবা দেরিতে মেলার সমস্যা দিনে দিনে প্রকট হয়ে উঠেছে কলকাতার মেট্রোর ‘আদিম’ শাখায়। সেই সঙ্গে শুক্রবার থেকে নতুন রোগের উদয় হয়েছিল— ডিসপ্লে-বোর্ড বন্ধ। সোমবার থেকে সেই বোর্ড আবার সচল হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। তবে আশঙ্কা পুরোপুরি যে কাটল, তা-ও বিশ্বাস করতে পারছেন না তাঁরা। চাঁদনি চক থেকে টালিগঞ্জগামী মেট্রোয় ওঠার সময় সাম্য ভৌমিক বলেন, ‘‘শনিবার আসা-যাওয়া কোনও সময়েই ডিসপ্লে-বোর্ডে পরের ট্রেনের সময় দেখতে পাইনি। আজ সকালে অফিস আসার সময়ও ছিল না। তবে এখন দেখতে পাচ্ছি। ভাল। তবে কত দিন ঠিক থাকবে জানি না।’’
সাম্যের মতোই চাঁদনি-টালিগঞ্জের নিত্যযাত্রী বর্ষা রায়। তিনিও জানান, মেট্রোর ডিসপ্লে-বোর্ড সচল হওয়ায় সমস্যা মিটল। তবে তাঁর সংযোজন, ‘‘একই সঙ্গে মেট্রো পরিষেবা স্বাভাবিক হলে বাঁচি। রোজ কোনও না কোনও মেট্রো নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। সেই রোগ কাটবে কবে জানি না।’’ ডিসপ্লে-বোর্ড সচল হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। তবে তাঁদের কথায়, ‘‘এখন মেট্রোর যা পরিষেবা বা অবস্থা দেখছি, আবার কবে বোর্ড বন্ধ হয়ে যাবে কে জানে?’’
মেট্রোর ডিসপ্লে-বোর্ড বন্ধ হয়ে যাওয়ায় হইচই পড়েছিল যাত্রীদের মধ্যে। কেন মেট্রো হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল, তা নিয়ে প্রশ্নও উঠছিল। যদিও মেট্রো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে মুখ খোলানে। তবে মেট্রোর এক সূত্রের দাবি ছিল, বিভ্রান্তি এড়াতেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কারণে পরিষেবা সময়ে চালানো সম্ভব হচ্ছে না। তাই ডিসপ্লে-বোর্ডে ট্রেন আসার সময় দেওয়া সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। যাত্রীরা এতে কম বিভ্রান্ত হবেন! ডিসপ্লে-বোর্ড বন্ধ করা নিয়ে যেমন কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছিলেন, চালু হওয়ার পরেও তাঁরা নীরব।
ডিসপ্লে-বোর্ডের রোগ সারলেও দেরির রোগ কবে সারবে প্রশ্ন তুলছেন যাত্রীরা। গত শনি এবং রবিবার মেট্রো পরিষেবা ঠিকই ছিল। স্বাভাবিক নিয়মেই চলেছে মেট্রো। সে কথা জানিয়ে রবিবার বিবৃতিও দিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু সোমবার, সপ্তাহের প্রথম দিনই পরিষেবা আবার প্রশ্নের মুখে পড়ে। সোমবার বেলার দিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল। কর্তৃপক্ষের দাবি ছিল, দমদম-নোয়াপাড়ার মাঝখানে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল। যাত্রীদের প্রশ্ন, ‘‘রোজ তো কোনও না কোনও সমস্যা লেগেই আছে মেট্রোর। কবে আবার পুরনো ছন্দে ফিরবে?’’