রাজস্থান রয়্যালস দলে হঠাৎ উপস্থিত কানাডার অভিনেতা ইউজিন লেভি। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট এসেছিলেন রাজস্থানের খেলা দেখতে। তিনি দু’টি ম্যাচও দেখেন মাঠে বসে। ইউজিন এসে দেখা করলেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। পেলেন নিজের নাম লেখা জার্সিও।
ভারতে এসেছেন ইউজিন। তার মাঝেই রাজস্থান রয়্যালসের অনুশীলনে দেখা গেল তাঁকে। দ্রাবিড়ের হাত থেকে পেলেন জার্সি। এর আগে কখনও কোনও ক্রিকেট দলের সমর্থক ছিলেন না তিনি। জানিয়েছেন, এখন থেকে রাজস্থান রয়্যালসের সমর্থক হয়ে গেলেন। দলের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দ্রাবিড়কে বলতে শোনা যায়, “আপনি যখন রাজস্থান রয়্যালসের সমর্থক হয়েই গিয়েছেন, আপনার জন্য বিশেষ জার্সি রয়েছে আমাদের। আশা করি এই জার্সি পরে গর্বের সঙ্গে আমাদের খেলা দেখবেন।” উত্তরে ইউজিন বলেন, “অবশ্যই। আমি এখন থেকে রয়্যালসের সমর্থক।”

‘শিট ক্রিক’ নামক একটি ধারাবাহিকে অভিনয় করে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন ইউজিন। ১৯৬৯ থেকে অভিনয় করেন তিনি। বহু ছবিতে অভিনয় করেছেন। ‘আমেরিকান পাই’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে রাজস্থান। ৬ পয়েন্ট নিয়ে ন’নম্বরে রয়েছে তারা। প্লে-অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এখনও দু’টি ম্যাচ বাকি রয়েছে। পঞ্জাব কিংস (১৮ মে) এবং চেন্নাই সুপার কিংসের (২০ মে) বিরুদ্ধে খেলবে তারা।