কলকাতার একবালপুরে চপার দিয়ে কোপানোর ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার পরে ওই হামলা হয়েছিল। ওই হামলার ১২ দিনের মাথায় অভিযুক্তকে পাকড়াও করলেন তদন্তকারীরা। ধৃত ২৮ বছর বয়সি আমজাদ খান একবালপুরেরই বাসিন্দা। রবিবার নিউটাউনে ইকো পার্কের গেটের কাছ থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে লালবাজারে নিয়ে দিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
গত ৯ সেপ্টেম্বর রাতে একবালপুরের বাসিন্দা ধনরাজ প্রসাদের (৩৭) বাড়ির সামনে একদল যুবক মদ্যপান করছিলেন। সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিলেন তাঁরা। ধনরাজ ওই ঘটনার প্রতিবাদ করায় আমজাদ চপার নিয়ে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। ওই ঘটনায় ধনরাজের বাঁ কাঁধে গুরুতর আঘাত লাগে। প্রাথমিক ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার পরে ছাড়াও পেয়ে যান তিনি। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শেষে গত ১২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় আক্রান্তের।
একবালপুরের ওই ঘটনায় স্থানীয় থানায় এফআইআর রুজু হয়। অভিযোগ, ধনরাজের সঙ্গে বচসার সময়ে জোরজবরদস্তি ধনরাজের বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করেন আমজাদ। সে সময় তিনি কোমর থেকে একটি চপার বার করে ধনরাজের গলায় বসানোর চেষ্টা করেন বলে অভিযোগ। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই আমজাদের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে হানা দেয় পুলিশ। সেখান থেকেই পাকড়াও করে লালবাজারে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। সেখানে পুলিশি জেরার মুখে হামলার কথা স্বীকার করে নেন অভিযুক্ত। শেষে সন্ধ্যায় গ্রেফতার করা হয় আমজাদকে। তাঁর মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।