দু’দিনের জন্য উত্তরাখণ্ড সফরে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রেখার উত্তরাখণ্ড সফর সংক্রান্ত খবর করতে তাঁর কনভয়ের পিছনেই যাচ্ছিল সাংবাদিকদের একাধিক গাড়ি। সে সময়েই আচমকা পর পর পাঁচটি গাড়িতে দুর্ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। রবিবার সকালে হরিদ্বারের কাছে ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনে থাকা পাঁচটি সংবাদমাধ্যমের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরিদ্বার থেকে কয়েক কিলোমিটার দূরেই ঘটনাটি ঘটে। অভিযোগ, সে সময় রেখার কনভয়ের গাড়িগুলির মধ্যে একটি আচমকা ব্রেক কষে। ফলে ওই গাড়িটির পিছনে থাকা গাড়িগুলিও পর পর একে অপরের সঙ্গে ধাক্কা খায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামনের গাড়িটি আচমকা থেমে যাওয়ায় পিছনে থাকা অন্তত পাঁচটি গাড়ির পরস্পর সংঘর্ষ ঘটে। যদিও ওই ঘটনায় কেউ আহত হননি বলে খবর।
যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, আচমকা ব্রেক কষা গাড়িটি রেখার কনভয়ের অংশ ছিল না। দুর্ঘটনার দায়ও এড়িয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। উল্লেখ্য, ১০০ দিন ক্ষমতায় থাকার পর রেখা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দু’দিনের জন্য উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বার সফরে গিয়েছেন। হরিদ্বারের হর কি পৌড়ী ঘাটে পরিবারের সঙ্গে স্নানও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।