আরও বেশ কয়েকটি স্টেশনে থামবে এসি লোকাল। আপাতত পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকালে এই ব্যবস্থা চালু করছে শিয়ালদহ বিভাগ। যাত্রী সংখ্যা দেখে পরে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছে রেল। যে নতুন স্টেশনগুলিতে ট্রেন থামবে, সেখান থেকে আপাতত এসি লোকালের মাসিক টিকিটের ব্যবস্থাও থাকছে না। ১৫ সেপ্টেম্বর থেকে এই বিশেষ ব্যবস্থা চালু হবে। চলবে এক মাস।
শিয়ালদহ বিভাগে আপাতত তিনটি এসি লোকাল চলছে। শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল। রেলের তরফে জানানো হয়েছে, তাতে প্রচুর যাত্রী প্রতিদিন যাতায়াত করছেন। নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবেই আরও অতিরিক্ত কয়েকটি স্টেশনে দু’টি ট্রেনকে থামানোর বিষয়ে ভাবনাচিন্তা করেছে রেল।
শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ১৫ সেপ্টেম্বর থেকে নির্ধারিত স্টেশনের পাশাপাশি শ্যামনগর ও বেলঘরিয়ায় থামবে। শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট নির্ধারিত স্টেশনের পাশাপাশি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিড়া ও বিরাটিতে থামবে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে অতিরিক্ত স্টপেজে ওই দুই এসি লোকাল থামবে। আপাতত ওই স্টেশনগুলি থেকে এসি লোকালের মাসিক টিকিট হবে না। কতটা লোক হচ্ছে, সেই অনুযায়ী পরে সিদ্ধান্ত হবে।