হরিদেবপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

হরিদেবপুর থানা ( Haridevpur P.S )এলাকায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। লোহারপুল ২২ বিঘার কাছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে৷ মৃতের নাম মানিক বারুই ( Manik Barui ) (৩৬)৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টার সময় ওই যুবকটি মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর গায়ে। তিনি বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হরিদেবপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এর আগে ইয়াসের ( Yaas ) পর কলকাতায় রাজভবনের সামনে এ ভাবেই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল এক ইঞ্জিনিয়ার যুবকের।

লাগাতার বৃষ্টিতে গত তিনদিন ধরে জলমগ্ন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বাদ নেই হরিদেবপুরও। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাইকে বাড়ি ফিরছিলেন মানিক বারুই নামে ৩৬ বছরের এক যুবক। বিদ্যুতের একটি ছেড়া তার মানিকের গায়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে এলাকার বিদ্যুতের তারগুলি। সংশ্লিষ্ট দফতরে বারবার জানিয়েও কাজ হয়নি।

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ( Tarak Singh ) বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। যদি আমাদের তরফে কোনও গাফিলতি হয় তাহলে সেই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সিইএসসির ( CESC ) তরফে কোনও গাফিলতি থাকলে তা রাজ্য প্রশাসনকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, টানা বৃষ্টি কলকাতার বিভিন্ন এলাকা জলের তলায় (Kolkata Water Logging) ৷ বহু এলাকা থেকে এখনও জল সরছে না৷ ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের৷ আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ( Heavy rainfall ) । বজ্রাঘাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.