নিম্নচাপ অঞ্চল রাজ্য থেকে ঝাড়খণ্ডে সরে যাওয়ার পরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বিরাম নিয়েছিল। টানা বর্ষণের পরিবর্তে বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে উত্তরেও বৃদ্ধি পেতে চলেছে বৃষ্টির পরিমাণ।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি এখন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর রয়েছে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এ সবের প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গেও।
আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে জন্য ওই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ। সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।