শুক্রবারের সকালে হঠাৎই ছন্দপতন নিউ ইয়র্কের ম্যানহাটনে। আপার ইস্ট সাইডের একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে উত্তেজনা ছড়াল টাইমস স্কোয়্যার এবং আশপাশের এলাকায়।
ম্যানহাটনের আপার ইস্ট সাইডে সাততলা ভবনের ছাদের ঘরে সকাল ১০টা নাগাদ ভয়াবহ আগুন লাগার ফলে গোটা এলাকা ধোঁয়ার ঢেকে যায়। বিভিন্ন দফতর ও আবাসিক বহুতলে ছড়ায় আতঙ্ক। ব্যস্ত সময়ে ভিড় জমে যাওয়ায় রাস্তায় যানজট তৈরি হয়।
নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০০ জনেরও বেশি দমকলকর্মী (আমেরিকায় যাঁরা ‘ফায়ার ফাইটার্স’ নামে পরিচিত) ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নির্বাপণের কাজ শুরু করেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে হতাহতের কোনও ঘটনা নজরে আসেনি বলে জানিয়েছেন দমকল আধিকারিকেরা। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।