শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে আবার বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। হোলির আগেই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এমনটা হলে মার্চের বেতনের বকেয়া সহ কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে। ডিসেম্বর পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে এবার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়বে।
এক কোটি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন
মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতন অনেকাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ, যা বেড়ে ৪২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। নতুন ডিএ জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির ভিত্তিতে গণনা করা হবে। এবার তাতে ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগীরা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, AICPI সূচকের সর্বোচ্চ পরিসংখ্যান ছিল ১৩২.৫ পয়েন্টে। যার ভিত্তিতে ডিএ ৪ শতাংশ বাড়ানোর কথা বলা হচ্ছে।