ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ মানেই স্নায়ুর লড়াই। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই লড়াই এখন বিজ্ঞাপনী যুদ্ধে রূপ নিয়েছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) একটি প্রোমোতে ভারতকে বিঁধলেও, এবার আইসিসি ইভেন্টে নিজেদের পরিসংখ্যানগত শ্রেষ্ঠত্ব তুলে ধরে মোক্ষম জবাব দিল ভারত।
প্রোমো ভিডিয়োর মূল বিষয়বস্তু
প্রকাশিত ভিডিয়োটিতে দেখা যায়, একটি হোটেলের লিফটে ভারতীয় সমর্থকদের সঙ্গে জনৈক পাকিস্তানি সমর্থকের কথোপকথন চলছে। ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে পাকিস্তানি সমর্থক যখন বলেন, “এটা ক্রিকেটের সবথেকে বড় লড়াই,” তখন ভারতীয় সমর্থকেরা পাল্টি দিয়ে মনে করিয়ে দেন যে এই দ্বৈরথের ফল বর্তমানে ৭-১। ভারতের সমর্থকদের দাবি, এবার সেই ব্যবধান বেড়ে ৮-১ হতে চলেছে। অর্থাৎ, পরিসংখ্যানের নিরিখে ম্যাচটি যে একপেশে, সেটিই ছিল মূল বার্তা।
পরিসংখ্যানের দাপট ও সূর্যের মন্তব্য
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তান মোট আটবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতবারই জয় পেয়েছে ভারত। একমাত্র ২০২১ সালে পাকিস্তান একবার জয়ের মুখ দেখেছিল। এশিয়া কাপ জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও এই আধিপত্য নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, “লড়াই হতে গেলে ফলের ব্যবধান ৬-৫ বা ৬-৬ হওয়া উচিত। কিন্তু ৭-১ ব্যবধান কোনো লড়াই নয়, এটি একপেশে দাপট।” এই সুরই এবার শোনা গেল ভারতের নতুন ভিডিয়োতে।
বৈরিতার নেপথ্যে রাজনৈতিক ও ক্রীড়াকূটনৈতিক কারণ
গত এক বছরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে:
- অপারেশন সিঁদুর: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও পরবর্তী সামরিক অভিযানের প্রভাবে সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে।
- করমর্দন বিতর্ক: এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় তারকারা।
- ট্রফি বিতর্ক: এশিয়া কাপ জেতার পর পাক বোর্ড প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমাররা, যা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।
পাকিস্তানের অংশগ্রহণে সংশয়
বিসিবি-র (BCB) সঙ্গে আইসিসি-র সংঘাতের জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। যদিও বয়কট করলে আইসিসি-র কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাদের। এই অনিশ্চয়তার মাঝেই ভারতীয় বোর্ড তাদের মানসিক আধিপত্য বজায় রাখতে এই প্রোমো প্রকাশ করল।
১৫ ফেব্রুয়ারি মেলবোর্ন বা অন্য কোনো ভেন্যুতে বল গড়ানোর আগে, পরিসংখ্যানের এই যুদ্ধ দুই দেশের ক্রিকেট অনুরাগীদের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

