জৌনপুর (উত্তর প্রদেশ), ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জৌনপুর জেলায়, বারাণসী-লখনউ হাইওয়েতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জৌনপুরের জালালপুর থানার অন্তর্গত লাহারপুর গ্রামের কাছে বারাণসী-লখনউ হাইওয়েতে। দুর্ঘটনায় মৃতদের নাম হল-অমর বাহাদুর যাদব (৫৮), রামশ্রীনগর যাদব (৩৮), মুন্নি লাল যাদব (৩৯), ইন্দ্রজিৎ যাদব (৪৮), কমলা প্রসাদ যাদব (৬০) এবং রামকুমার (৬৫)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রের খবর, জৌনপুর জেলার সরাইখাওয়াজা থানার অন্তর্গত জালালপুর গ্রামের বাসিন্দা ১১২ বছর বয়সী ধানাই দেবী নামে একজন বৃদ্ধার শেষকৃত্যের জন্য বারাণসী গিয়েছিলেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে পিকআপ ভ্যানে চেপে বারাণসী থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। ভোররাত তখন ৩.৩০ মিনিট হবে, জালালপুর থানার অন্তর্গত লাহারপুর গ্রামের কাছে বারাণসী-লখনউ হাইওয়েতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং আহত হয়েছেন ১১ জন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জৌনপুরের জেলাশাসক মনীশ কুমার বর্মা জানিয়েছেন, জৌনপুরে মঙ্গলবার ভোররাতে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতরা বারাণসী থেকে ফিরছিলেন। মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
2021-02-09