১৪ হাজার বুথ বাড়ছে রাজ্যে, আগামী শুক্রবার সর্বদল বৈঠক সিইও দফতরে, এসআইআর-এর প্রস্তুতি নিয়ে রিপোর্ট চাইল দিল্লি

পশ্চিমবঙ্গে এখনকার ভোটার বিন্যাসের নিরিখে প্রায় ১৪ হাজার বুথ বাড়তে চলেছে। বুথ বিন্যাসের বিষয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। আগামী ২৯ অগস্ট, শুক্রবার বিকেল সাড়ে ৩টে থেকে সিইও দফতরে ওই বৈঠক হওয়ার কথা। সিইও দফতর সূত্রে খবর, বুথের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হচ্ছে। কোথায় কোথায় বুথ হতে পারে সেই সব বিষয়ে আলোচনার জন্যই বৈঠক ডাকা হয়েছে।

যে বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছে, তা ভেঙে তৈরি হবে নতুন বুথ। ইতিমধ্যেই এই রকম বুথগুলিকে চিহ্নিত করা হয়ে গিয়েছে। সর্বদল বৈঠকে সে বিষয়েই আলোচনা এবং মতামত শোনা হবে। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০ হাজারের সামান্য বেশি। এর সঙ্গে আরও ১৪ হাজার বুথ যুক্ত হলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে ৯৪ হাজার। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, এর ফলে মাথাব্যথা বাড়বে বিরোধী রাজনৈতিক দলগুলিরও। বিশেষত বিরোধীরা বুথ লেভেল এজেন্ট (বিএলএ) দিতে পারবে কি না, সেই প্রশ্নও রয়েছে।

অন্য দিকে, বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে বিহার বাদে বাকি সব রাজ্যের সিইও-কে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। চিঠি এসেছে রাজ্যের সিইও দফতরেও। কমিশন সূত্রে খবর, আগামী ২৯ অগস্ট বিকেল ৫টার মধ্যে প্রস্তুতির বিষয়ে সিইও-দের রিপোর্ট চাওয়া হয়েছে। কারণ, অগস্ট মাসেই এসআইআর-এর প্রস্তুতি শেষ করতে হবে। ওই রিপোর্টে জানাতে হবে কোথায় কোথায় ইআরও এবং বিএলও শূন্যপদ রয়েছে। সেখানে দ্রুত নিয়োগ করা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ৫ অগস্ট নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে চেয়ে সিইওদের কাছে চিঠি পাঠিয়েছিল নির্বাচন সদন।

তবে এই ১৪ হাজার বুথবৃদ্ধি এখনকার ভোটার বিন্যাসের নিরিখে হতে চলেছে। সিইও দফতরের এক আধিকারিকের বক্তব্য, এসআইআর হওয়ার পরে মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ পড়লে সেই সংখ্যা কমতেও পারে। অর্থাৎ, এসআইআর হলে ফের বুথসংখ্যার পুনর্বিন্যাস হতে পারে। তবে প্রতি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকবে। তার বেশি নয়। তবে আপাতত ৯৪ হাজার বুথের জন্যই বিএলও নিয়োগ করতে হবে কমিশনকে। তাঁরাই এসআইআর প্রক্রিয়া করবেন বুথস্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.