টানা ১২ ঘণ্টার অভিযান! ৩১ মাওবাদী নিহত, অমিত শাহ নিশ্চিত, ‘সময়’ মতোই নকশালপন্থামুক্ত হবে দেশ

ছত্তীসগঢ়ের বিজাপুরে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে প্রায় ১২ ঘণ্টা ধরে মাওবাদী-দমন অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, বিজাপুরের জাতীয় উদ্যানে প্রায় ৫০ জন মাওবাদী জড়ো হয়েছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। ১২ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে অন্তত ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই জওয়ানেরও।

৩১ মাওবাদীর মৃত্যুর পরে আবারও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “নকশালমুক্ত ভারত গঠনের লক্ষ্যে ছত্তীসগঢ়ে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ৩১ নকশালের মৃত্যুর পাশাপাশি প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মানবতা বিরোধী নকশালবাদ বন্ধ করতে গিয়ে আজ আমরা দুই সাহসী জওয়ানকে হারিয়েছি।” শাহ আরও এক বার হুঁশিয়ারি দিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করবেন। উল্লেখ্য, গত বছর রায়পুরে মাও-হিংসা প্রভাবিত সাত রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে একটি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী ২০২৬ সালের মার্চ মাসের সময়সীমা নির্ধারণ করেছিলেন। এর পর একাধিক বার তাঁর কথায় ঘুরে ফিরে এসেছে ওই সময়ের মধ্যে দেশ মাওবাদী মুক্ত করার প্রসঙ্গ।

ছত্তীসগঢ়ের এই অভিযানের পর চলতি বছরে অন্তত ৮৬ মাওবাদীর মৃত্যু হয়েছে সে রাজ্যে। ১৬ জানুয়ারির এক অভিযানে ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমানায় ১৮ জন মাওবাদী নিহত হয়। ২-২১ জানুয়ারি আরও ১৬ মাওবাদীর মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর অভিযানে। ওই অভিযানেই মৃত্যু হয় অন্যতম মাওবাদী শীর্ষনেতা জয়রাম রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতির। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। এর পরে ১ ফেব্রুয়ারি বিজাপুরের এক অভিযানে আট জন মাওবাদীর মৃত্যু হয়। চলতি বছরে এখনও পর্যন্ত রবিবারের ঘটনাই ছত্তীসগঢ়ের সবচেয়ে বড় মাওবাদী-দমন অভিযান। সূত্রের খবর, গত ১৪ মাসে ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর হাতে ২৭৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

রবিবারের অভিযানে দু’জন আহত জওয়ানকে উদ্ধার করতে পাঠানো হয় একটি এমআই-১৭ হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে তাঁদের এয়ারলিফ্‌ট করে নিয়ে আসা হয় রায়পুরের এক হাসপাতালে। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার লাল উমেদ সিংহ জানিয়েছেন, আহত দুই জওয়ানের এক জনের পায়ে আঘাত রয়েছে। অপর জনের মাথায় এবং বুকে চোট রয়েছে। তবে উভয়েই বর্তমানে সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.