মেয়েদের হস্টেলের কাছে উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ কেজি ওজনের একটি ১৭ ফুট লম্বা বার্মিস পাইথর। যা রীতিমত, পড়ুয়া ও কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাটটি ঘটে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে।
2/5
জানা গিয়েছে, এই দ্বৈতাকার পাইথনটি ১৮ ডিসেম্বর রাত ১০.৩০ টার দিকে প্রথম দেখা যায়। এটি দেখা মাত্রই বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষক বিশাল সোনার, উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী এবং বরাক উপত্যকা বন্যপ্রাণী বিভাগের ১২ থেকে ১৩ সদস্যের একটি দল সহ একটি দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
3/5
বন্যপ্রাণী গবেষক বিশাল সোনার জানিয়েছেন, এটি তাঁর দেখা সবচেয়ে বড় প্রাণী। এবং এটি সম্ভবত এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ও বিশাল।
4/5
যদিও, এই বার্মিজ পাইথন মানুষের জন্য ক্ষতিকারক নয়, এবং তাদের শিকার ছোট প্রাণী।
5/5