হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে মৃত্যু হল ১০টি শিশুর। শনিবার ভোররাত দু’টো নাগাদ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলা হাসপাতালে। ওই জেলা হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী ৭টি শিশুকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০টি শিশু। ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।
নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগার পর এক জন নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তার পর আসে দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন। ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেছেন, ‘‘ভাণ্ডারা জেলা হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে শনিবার ভোররাত ২’টো নাগাদ আগুন লাগে, অগ্নিকাণ্ডে ১০টি শিশুর মৃত্যু হয়েছে। ৭টি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে।” ভাণ্ডারার জেলা কালেক্টর সন্দীপ কদম জানিয়েছেন, ‘আগুনে ১০টি শিশুর মৃত্যু হয়েছে এবং বাঁচানো সম্ভব হয়েছে ৭টি শিশুকে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখবে টেকনিক্যাল টিম।’আগুনে ১০টি শিশুর মৃত্যুতে ব্যথিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জেলা হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলা কালেক্টর এবং ভাণ্ডারা জেলা পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, ভাণ্ডারা জেলা হাসপাতালে মৃত শিশুদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
ভাণ্ডারা জেলা হাসপাতাল অগ্নিকাণ্ড : ১০টি শিশুর মৃত্যুতে ব্যথিত মোদী-শাহ মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০টি শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে ব্যথিত প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘হৃদয়-বিদারক দুঃখজনক ঘটনা মহারাষ্ট্রের ভাণ্ডারায়, আমরা মূল্যবান জীবন হারালাম।’ স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আমি গভীরভাবে ব্যথিত। মৃত শিশুদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
2021-01-09