দেশের জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগে কর্ণাটকে গ্রেপ্তার হলেন এক মুসলিম যুবক। ভারতের জাতীয় পতাকার ঠিক মাঝখানে একটি সবুজ রঙের গম্বুজের ছবি লাগানো ছিল বলে অভিযোগ উঠেছে। ওই ধরনের পতাকা তিনি নিজের বাড়ির ছাদে লাগিয়েছেন। স্থানীয়দের চোখে পড়ে ও সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ওই মুসলিম যুবককে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম উমার ফারুক। কর্নাটকের উত্তর কন্নড় জেলায় নিজের বাড়ির ছাদে বিকৃত জাতীয় পতাকা টাঙান তিনি। পতাকার ঠিক মাঝখানে সবুজ রঙের একটি গম্বুজের ছবি লাগানো ছিল ফারুকের টাঙানো জাতীয় পতাকায়। এর ফলে তিরাঙ্গার মাঝখানে থাকা অশোক চক্র ঢাকা পড়েছে। সামাজিক মাধ্যমে ফারুকের বাড়ির ছাদে টাঙানো পতাকার ছবি ভাইরাল হয়। তারপরে পুলিশ ময়দানে নামে। গ্রেফতার করে ফারুককে।
উত্তর কন্নড় জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ফারুকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় পতাকায় সবুজ গম্বুজ লাগানো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত ফারুককেও।