আতঙ্ক বাড়াচ্ছে ‘তউকতে’, জরুরি বৈঠকে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

ফের এক ঘূর্ণিঝড় আতঙ্ক বাড়াচ্ছে। আগামী ১৮ মে মঙ্গলবার সকালে গুজরাতের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘তউকতে’ (Tautkae)। পরিস্থিতি মোকাবিলা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । ঘূর্ণিঝড় (Cyclone Tauktae) মোকাবিলা নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনায় মোদী। গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রশাসনিকস্তরের শীর্ষকর্তারা। ক্ষয়ক্ষতি এড়াতে বিপর্যয়ের আগে কোন কোন উপায়ে সতর্ক থাকতে হবে বা বিপর্যয় সত্যিই নেমে এলে পরবর্তী সময়ে উদ্ধারকাজ চলবে কোন উপায়ে তা নিয়েই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনার দোসর ঘূর্ণিঝড় ‘তউকতে’।। শক্তি বাড়িয়ে গুজরাত উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তউকতে’-র। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে প্রবল বিপর্যয়ের আশঙ্কা গুজরাতে। মূলত গুজরাতের উপকূলবর্তী জেলাগুলিতে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী এলাকাগুলি ফাঁকা করা হয়েছে। নিরাপদ জায়গায় সরানো হয়েছে বাসিন্দাদের।শনিবার ভোর থেকেই কেরলের কোচির উপকূল থেকে শক্তি বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড়‘তউকতে’(Tautkae)।

মৌসম ভবন জানিয়েছে, শনিবার রাতে এটি আরও তীব্র ঘূর্ণিঝড় ঝড়ের আকার নেবে (cyclonic storm)। একটি প্রতিবেদন প্রকাশ করে মৌসম ভবন জানিয়েছে, “১৬-১৯ মে পর্যন্ত এটি খুব মারাত্মক ঘূর্ণিঝড়ের আকার নেবে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার। তীব্র ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৭৫ কিলোমটার পর্যন্ত পৌঁছোতে পারে।’’

এদিকে, ঘূর্ণিঝড় নিয়ে ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে জোরদার তৎপরতা চালানো হচ্ছে। গুজরাতের উপকূলবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলির সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতেও সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরলের মালাপ্পুরম জেলায়।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে মোদী। ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী। ক্ষয়ক্ষতি এড়াতে বিপর্যয়ের আগে কোন কোন উপায়ে সতর্ক থাকতে হবে বা বিপর্যয় সত্যিই নেমে এলে পরবর্তী সময়ে উদ্ধারকাজ চলবে কোন উপায়ে তা নিয়েই আলোচনায় মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.