বুধবার থেকে চালু হচ্ছে আন্তঃনগর, মেল ট্রেন, সোমবার থেকেই শুরু হল বুকিং

আগামী বুধবার থেকে চালু হচ্ছে একগুচ্ছ আন্তঃনগর, মেল এবং প্যাসেঞ্জার (কমিউটার) ট্রেন। সেজন্য আজ (সোমবার) সকাল আটটা থেকে কাউন্টারে টিকিট কাটা শুরু হল বাংলাদেশে। মহিলাদের জন্য পৃথক লাইন করা হয়। 

করোনাভাইরাসের সংক্রমণ রখতে গত ১ জুলাই থেকে বাংলাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছিল। সেইসময় বন্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। ইদের সময় লকডাউন বিধি কিছুটা শিথিল করার পরে ছুটতে শুরু করেছিল ট্রেন। ২৩ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন কার্যকর হলে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। যে কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে বুধবার (১১ অগস্ট)। সেদিন থেকে একাধিক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। ট্রেন চালু করারও ছাড়পত্র দেওয়া হয়েছে। 

তারপর বাংলাদেশ রেলওয়ের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর (ইন্টারসিটি) এবং ২০ জোড়া মেল ও কমিউটার (প্যাসেঞ্জার) চালু হচ্ছে। ১০০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন ছুটবে বলে জানানো হয়েছে। সেজন্য ৫০ শতাংশ টিকিট কাউন্টার থেকে কাটা যাবে। বাকি টিকিট অনলাইন ও অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন যাত্রীরা। 

সেইমতো সোমবার সকাল থেকেই প্রথম শ্রেণি ও বাতানুকূল-সহ সমস্ত শ্রেণির টিকিট কাটার জন্য লাইন পড়েছে। যাবতীয় করোনাভাইরাস বিধি তাঁদের লাইনে দাঁড়ানোর জন্য রেলের তরফে বারবার ঘোষণা করা হতে থাকে। তারইমধ্যে রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনের এক মহিলা জানান, ময়মনসিং থেকে টিকিট কাটতে এসেছেন। অনলাইনে টিকিট পাওয়ার ক্ষেত্রে যদি কোনও সমস্যা হয়, সেজন্য লাইনে দাঁড়িয়েছেন। টিকিটও পেয়ে গিয়েছেন। একই কথা বলেছেন চট্টগ্রামের এক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.