এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথেই এবার অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অবশ্য় দলকে নেতৃত্ব দেবেন তিনিই।
১টি এক দিনের ম্যাচের ১৫টিতেই হার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত সফরে এসেছিল ইংল্য়ান্ড। কিন্তু একদিনের সিরিজ, এমনকী, হেরে যায় ব্রিটিশরা। র চ্যাম্পিয়ন্স ট্রফির আবার আফগানিস্তানের কাছে হেরে ছিটকে গিয়েছে ইংল্য়ান্ড। ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে বাটলার বলেছেন, ‘সরে যাওয়ার জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময়’।
অইন মর্গ্যান তখন অবসর নিয়েছেন। ২০২২ সালে একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হন বাটলার। সঙ্গে টি-টোয়েন্টি দলেরও। সে বছর বাটলারের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি এক দিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। আর ৫১ টি-টোয়েন্টি ম্যাচে জয় ২৬টিতে, হার হেরেছে ২২টিতে। তিনটি ম্যাচ অমীমাংসিত।
এদিকে দল যখন ব্যর্থ হচ্ছে, তখন ফর্মে নেই বাটলার নিজেও। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ইংল্যান্ডের সাদা বলের কোচের পদে ইস্তফা দিয়েছিলেন ম্যাথু মট। তার পর দায়িত্বে এসেছিলেন টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম।