ঘাটতি মেটাতে এবার দুর্গাপুর থেকে দিল্লি যাচ্ছে ‘Oxygen Express’

বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং অন্যান্য অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট থেকে দেশের সর্বত্র ট্যাঙ্কারে করে জীবনদায়ী অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করছে ভারতীয় রেল। ট্যাঙ্কারে তরল অক্সিজেন (Liquid Oxygen) ভরে সেটি Flat Wagons-এ তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে অক্সিজেনের আকাল তৈরি হয়েছে এমন এলাকায়। গত ১৯ এপ্রিল থেকে চালু হয়েছে ‘Oxygen Express’ নামে এই বিশেষ মালবাহী ট্রেন। যা গ্রীন করিডরের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে অক্সিজেন বোঝাই গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে। এবার দিল্লিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে দুর্গাপুর থেকে অক্সিজেন এক্সপ্রেস পাঠানো হচ্ছে বলেই রেল সূত্রে খবর। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন সোজা পাঠানো হল দিল্লির উদ্দেশ্যে। প্রসঙ্গত, এই রাজ্য থেকে অন্য রাজ্যগুলিতে প্রতিদিন ২০০ টন তরল অক্সিজেন পাঠানোর জন্য বলেছিল কেন্দ্রীয় সরকার। যা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই।

নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতিদিন ২০০ টন তরল অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো সম্ভব নয়। কিন্তু এরমধ্যেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে কয়েকটি ট্যাঙ্কার বোঝাই তরল অক্সিজেন দিল্লির উদ্দেশ্যে পাঠানো হল। তবে রেল সূত্রে আরও জানা যাচ্ছে, দুর্গাপুর ছাড়াও দিল্লিতে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে যাবে রাউরকেলা, কলিঙ্গনগর, অঙ্গুল, রায়পুর থেকে। এছাড়া জামশেদপুর থেকে অক্সিজেন এক্সপ্রেস চালানো হতে পারে মধ্যপ্রদেশের জবলপুর পর্যন্ত। এখনও পর্যন্ত মুম্বই থেকে নাগপুর, নাসিক হয়ে বিশাখাপত্তনম এবং লক্ষনৌ থেকে বোকারোর মধ্যে অক্সিজেন এক্সপ্রেস চলাচল করছে। ভারতীয় রেল আগামী ২৪ ঘন্টায় ১৪০ মেট্রিক টনের বেশী তরলীকৃত অক্সিজেন সরবরাহ করবে বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.