চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ঢিলে দুই পাখি মারল নিউজিল্যান্ড! বাংলাদেশকে হারিয়ে নিজেরাও তো সেমিফাইনালে উঠলও। ভারতের কাছে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে দিল কিউয়িরাই। পরপর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট ছিটকে গেল বাংলাদেশ ও পাকিস্তান।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তানে। এদিন রাওয়ালপিন্ডির মাঠে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ ধীর গতিতে শুরু করলেও রানের গতিতে বজায় রেখেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাঁকে সঙ্গ দিলেন না কেউই। আরেক ওপেনার তানজিদ হাসান ২৪ রান করে আউট হন। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন মেহেদি হাসান, তৌহিদ হৃদয়। সঙ্গে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহও। শেষের দিকে অবশ্য কিছুটা রান করেন জাকের আলি ও রিষাদ হোসেন। শেষ পর্যন্ত ২৩৬ রানে ইনিংস।
এদিকে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্য়ান্ডেরও। দ্রুত ফিরে যান উইল ইয়ং ও কেন উইলিয়ামসন। এরপর শুরু হয় রাচীন রবীন্দ্রের ঝড়। ১০৫ বলে ১১২ রান করেন তিনি। হাফসেঞ্চুরি করেন অধিনায়ক ল্যাথাম। শেষ পর্যন্ত ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে যায় নিউজিল্য়ান্ড।