স্টিভ স্মিথের পর মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল বিদায় নেওয়ার পর আরও এক ক্রিকেটার এক দিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। অস্ট্রেলিয়ার স্মিথ বুধবার অবসর ঘোষণা করেছেন। একই দিনে একই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের মুশফিকুরও।
বাংলাদেশ এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি। বুধবার দলের উইকেটরক্ষক মুশফিকুর এক বিবৃতিতে জানিয়েছেন, “আজ এক দিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করছি। বিশ্ব ক্রিকেটে আমাদের সাফল্য হয়তো সীমিত। কিন্তু একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, যখনই দেশের হয়ে খেলতে নেমেছি, ১০০ শতাংশের বেশি সততা এবং অধ্যবসায় নিয়ে খেলেছি।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারতের কাছে প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে। নিউ জিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ৫ উইকেটে। মুশফিকুর তাঁর বিবৃতিতে বলেন, “গত কয়েক সপ্তাহ আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয়েছে এটাই আমার ভবিতব্য। আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ। ওঁদের জন্যই গত ১৯ বছর ধরে খেলছি।”কোরান থেকে উদ্ধৃতিও তুলে ধরেন তিনি।
দেশের হয়ে ২৭৪টি এক দিনের ম্যাচ খেলেছেন মুশফিকুর। রান করেছেন ৭৭৯৫। গড় ৩৬.৪২। মোট ন’টি শতরান, ৪৯টি অর্ধশতরান করেছেন। ক্যাচ নিয়েছেন ২৪৩টি, স্টাম্প ৫৬টি।