ট্রেনের শৌচাগারের মধ্যে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় শোরগোল শুরু হয় সাঁতরাগাছি স্টেশনে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
রেল সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশনে ঢোকে ডাউন মুম্বই মেল ট্রেন। সব যাত্রীরা নেমে যাওয়ার পর এক্সপ্রেস ট্রেনটিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। রেলের সাফাইকর্মীরা ট্রেনটি পরিষ্কার করছিলেন।
হঠাৎ একটি কামরার শৌচাগার পরিষ্কার করতে গিয়ে চমকে যান তাঁরা। এক রেলকর্মীর কথায়, ‘‘স্লিপার কোচের টয়লেটে এক জনকে ঝুলন্ত অবস্থায় দেখে চমকে যাই সকলে। তড়িঘড়ি জিআরপি-কে খবর দিই আমরা।’’
পরে রেল পুলিশ গিয়ে মুম্বই মেল থেকে দেহ উদ্ধার করে। শুরু হয় দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া। রেল সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ব্যক্তির পকেটে ট্রেনের কোনও টিকিট পাওয়া যায়নি। রেল পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।
পাশাপাশি রেল পুলিশ সূত্রের খবর, যে কামরা থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি সাধারণ কামরা, সংরক্ষিত নয়। কিন্তু সকলের অলক্ষে কী ভাবে ওই ব্যক্তি শৌচাগারে ঢুকলেন, কী ভাবে মারা গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। চলছে মৃতের পরিচয় জানার চেষ্টাও।