মার্চের গোড়াতেই আবার এক বার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে দেশ জুড়ে।
মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে গৃহস্থের রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহার হয় সেই ১৪.২ কেজির সিলিন্ডার দামে কোনও হেরফের হচ্ছে না বলেই জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি।
নতুন কী দাম হচ্ছে তা-ও জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯০৭ টাকা। মার্চ মাসের এক তারিখ থেকে সেই দাম এক ধাক্কায় ছয় টাকা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের গোড়া থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম বেড়ে দাঁড়াচ্ছে ১,৯১৩ টাকা। তবে ১৪.২ কেজির সিলিন্ডারপিছুর দাম ৮২৯ টাকাই থাকছে। গত বছরেরও একাধিক বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। কখনও আট টাকা, কখনও ১০, কখনও আবার এক ধাক্কায় ৩৮ টাকা পর্যন্তও দাম বেড়েছিল গ্যাসের।