পঞ্জাবে আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গোগি বস্সীর রহস্যমৃত্যু। নিজের বাড়ির সুইমিং পুলের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে খবর। কী ভাবে গুলি লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিধায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ৫৮ বছরের গুরপ্রীত। শুক্রবার রাতে পরিবারের সদস্যেরাই সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রাত ১২টা নাগাদ। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পঞ্জাবের আপ সভাপতি শরণপাল সিংহ মক্কড় এবং পুলিশ কমিশনার কুলদীপ সিংহ চহাল গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরপ্রীতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার একটি বৈঠক থেকে রাত করে ফিরেছিলেন তিনি। খাওয়াদাওয়ার পর পুলের ধারে গিয়েছিলেন। সেখানে আচমকা গুলির শব্দ শোনা যায়। গুরপ্রীত আত্মহত্যা করেছেন, না তাঁর হাত থেকে অসাবধানতায় গুলি চলেছে, না এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
২০২২ সালে আপে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে তিনি দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন। তাঁর স্ত্রীও রাজনীতির সঙ্গে যুক্ত। পুরসভার ভোটে তাঁকে আপ প্রার্থীও করেছিল। কিন্তু কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি হেরে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পঞ্জাবের বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন গুরপ্রীত। এক সাংসদের সঙ্গেও বৈঠক হয় তাঁর। সে দিনই গিয়েছিলেন লুধিয়ানার প্রাচীন শীতলা মাতা মন্দিরে। দু’দিন আগে ওই মন্দির থেকে রুপোর গয়না চুরি হয়ে গিয়েছিল। চোর ধরে দেওয়া এবং শাস্তির ব্যবস্থা করার বিষয়ে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন। তার পর রাতে এই মৃত্যু। পুলিশ তদন্ত শুরু করেছে।