কনটেইনমেন্ট জনে করা লকডাউন (Lockdown) করেও পরিত্রাণ মিলছে না। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ফের লকডাউন চালু হয়েছে। সেদিনই জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৮৮। পশ্চিমবঙ্গে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর থেকে এই প্রথম রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যাও এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। করোনা ভাইরাসের সংক্রমণের এমন চিত্র দেখে এদিন থেকে কন্টেনমেন্ট জোনগুলিতে চালু হওয়া লকডাউনে কতটা কাজ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
একদিনে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সংখ্যা হাজার অতিক্রম করার পিছনে যে দু’টি জেলা সবচেয়ে এগিয়ে। কলকাতা ৩২২ জন এবং উত্তর ২৪ পরগনা ২৬৪ জন। আক্রান্তের মাপকাঠিতে তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে হাওড়া ১৬৭ জন এবং দক্ষিণ ২৪ পরগনা ৮৮ জন। মৃতের সংখ্যাতে এগিয়ে কলকাতা। আক্রান্তের তালিকায় রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান। ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক পিজিটিও আক্রান্ত হয়েছেন বলে খবর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ২৭ জনের মধ্যে ১৩ জনই কলকাতার বাসিন্দা। বাকি ১৪ জনের মধ্যে ছ’জন উত্তর ২৪ পরগনার।