আজ ৩ মার্চ সোমবার। আজ থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলায় উচ্চমাধ্যমিকের জন্য মোট ৭২টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯৪০। তার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ হাজার ৯০৯। অপরদিকে ছাত্রীর সংখ্যা ১৫ হাজার ৩১। অর্থাৎ ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি।
প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, কোনও পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মোবাইল রাখার জন্য ক্লক রুমের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে পানীয় জলের সুব্যবস্থা ও হেল্থ টিম। সব রকম ভাবে প্রস্তুত জেলা প্রশাসন। এছাড়াও জঙ্গলমহলের পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বনদপ্তরের পক্ষ থেকে রয়েছে ঐরাবত গাড়ির ব্যাবস্থা। হাতি উপদ্রুত এলাকাগুলি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছাবে এই গাড়ি। এছাড়াও জঙ্গলমহলের বিভিন্ন রাস্তায় থাকবে বনদপ্তরের কর্মীরা।