তীব্র বাগ্‌যুদ্ধের পরে বাতিল খনিজ চুক্তি, ‘অনড়’ জ়েলেনস্কিকে ‘হুঁশিয়ারি’ দিয়েও আশায় ট্রাম্প

বৈঠক চলতে চলতে হঠাৎই তীব্র বাগ্‌যুদ্ধে জড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ট্রাম্প দাবি করেছিলেন খনিজ চুক্তি হচ্ছেই কিন্তু উত্তপ্ত বাক্যালাপের জেরে বাতিল হয়ে গেল সেই চুক্তিও। সংবাদমাধ্যমের সামনে দুই রাষ্ট্রপ্রধানের এই বাগ্‌যুদ্ধ বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন।

দুই দেশের দুই প্রধানের সেই উত্তপ্ত বাক্যালাপ এক নজরে:

ট্রাম্প: আপনার কৃতজ্ঞ থাকা উচিত! আমরা আপনাদের অনেক কিছুই দিয়েছি।

জ়েলেনেস্কি: কৃতজ্ঞ? আমাদের মানুষ মারা যাচ্ছেন। শহর জ্বলছে। আর আপনি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন? আর আপনি আমাদের আপসের কথা বলছন?

ট্রাম্প: এই মুহূর্তে আপনার কোনও কিছুই করার নেই।

জ়েলেনেস্কি: কারণ, আপনি আটকে রেখেছেন। সাহায্যে দেরি করছেন। আপনি পুতিনের মিথ্যারই পুনরাবৃত্তি করছেন। রাশিয়াকে সুযোগ করে দিচ্ছেন।

ভ্যান্স (আমেরিকার ভাইস প্রেসিডেন্ট): ইউক্রেনকে বাস্তববাদী হতে হবে।

জ়েলেনেস্কি: বাস্তববাদী? রাশিয়া আমাদের জায়গা চুরি করছে, সাধারণ নাগরিকদের হত্যা করছে, শিশুদেরকে অপহরণ পর্যন্ত করছে। এত সবের পরে কী করে বলেন বাস্তববাদী হতে?

ট্রাম্প: এ ভাবে চললে তো ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে।

জ়েলেনেস্কি: এটা কোনও আবাসন প্রকল্পের চুক্তি নয়। আপনারা ওই পথে চললেও আমরা এ ভাবে করতে অপারগ।

ট্রাম্প: আমি আপনার জায়গায় থাকলে, এই পরিস্থিতিরই সৃষ্টি হত না।

জ়েলেনেস্কি: তার কারণ আপনি ইউক্রেনকে ওদের হাতে তুলে দিতেন।

(এমনই কথোপকথন হওয়ার পরে চুক্তি বাতিল করে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জ়েলেনেস্কি।)

উপস্থিত সাংবাদিকদের সামনে বৈঠকের মাঝে ‘অনড়’ জ়েলেনেস্কিকে নিশানা করে ট্রাম্প বলেন, ‘‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শান্তি চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতেই হবে। তার জন্য কিছু ‘আপস’ও করতে হবে, তবে তা খুব বেশি নয়।’’ তার পরেই যোগ করেন, ‘‘চুক্তিবদ্ধ না হলে আপনার সঙ্গে থাকবে না আমেরিকা। আপনাকে একাই লড়াই চালিয়ে যেতে হবে।’’

ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম করে পাল্টা জ়েলেনেস্কি বলেন, ‘‘খুনির সঙ্গে কোনও সমঝোতা নয়।’’ সেই সঙ্গে তিনি যুদ্ধের নৃশংসতার কিছু ছবিও দেখাতে শুরু করেন।

উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘‘আপনি আমেরিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন না।’’ তার উত্তরে জ়েলেনেস্কি বলেন, ‘‘অনেক বার বলেছি আমেরিকার প্রতি আমরা কৃতজ্ঞ।’’ তবে শেষ পর্যন্ত বৈঠক থেকে কোনও রফাসূত্র বার হয়নি। বাতিল হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠকও। এর পরেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জ়েলেনেস্কি।

হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জ়েলেনেস্কি।

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘ওভাল অফিসকে অপমান করেছেন জ়েলেনেস্কি। তবে শান্তির জন্য সত্যিই কখনও প্রস্তুত থাকলে তিনি আবার হোয়াইট হাউসে আসতে পারেন।’’ এক্স হ্যান্ডলে জ়েলেনেস্কির প্রতিক্রিয়া, ‘‘ধন্যবাদ আমেরিকা। ইউক্রেন ন্যায্য অধিকার ও দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে। তার জন্য যা করণীয়, তা-ই করছে’’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.