কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, জনস্বার্থে বন্ধ ইন্টারনেট পরিষেবা : অমিত শাহ

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ায় শেষ হবে সন্ত্রাসবাদ, উন্নয়ন হবে কাশ্মীরের| ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পর গত আগস্ট মাসে এই বার্তাই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| ৫ আগস্ট থেকে ২০ নভেম্বর, মাঝে কেটে গিয়েছে বহু দিন| ভূস্বর্গের সামগ্রিক পরিস্থিতি এখনও স্বাভাবিকই রয়েছে, স্বাস্থ্য পরিষেবা থেকে মিডিয়া, ব্যাঙ্কিং পরিষেবা থেকে আদালত, সমস্ত কিছুই স্বাভাবিক রয়েছে| বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, জনস্বার্থেই বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা| তবে সমস্ত ল্যান্ডলাইন চালু রয়েছে|’ বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে| কাশ্মীর উপত্যকায় এখনও পাকিস্তানের গতিবিধি বজায় রয়েছে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন যখন প্রয়োজন মনে করবে তখনই ইন্টারনেট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে|’ জম্মু ও কাশ্মীরে ওষুধের সহজলভ্যতা ও স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বলেছেন, ‘পর্যাপ্ত ওষুধ রয়েছে, ওষুধের সহজলভ্যতা নিয়ে কোনও সমস্যা নেই| মোবাইল মেডিসিন ভ্যানও শুরু করা হয়েছে| প্রশাসন স্বাস্থ্য পরিষেবার যত্ন নিয়েছে| পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এবং ধানের সহজলভ্যতা রয়েছে| ২২ লক্ষ মেট্রিক টন আপেল উত্পাদন হবে বলেও আশা করা হচ্ছে| সমস্ত ল্যান্ডলাইন চালু রয়েছে|’ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমার উপস্থাপিত এই সমস্ত সত্যগুলিকে মোকাবিলা করার জন্য গুলাম নবি আজাদ সাহাবকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি| আমি এক ঘন্টা ধরে এই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছি|’ জম্মু ও কাশ্মীরে সমস্ত সংবাদ মাধ্যমই স্বাভাবিক রয়েছে, এই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বলেছেন, ‘সমস্ত উর্দু, ইংরেজি সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলি স্বাভাবিকভাবেই চলছে| ব্যাঙ্কিং পরিষেবাও পুরোদমে স্বাভাবিক রয়েছে| সমস্ত সরকারি দফতর এবং সমস্ত আদালত খোলা রয়েছে| ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে ৯৮.৩ শতাংশ ভোট পড়েছিল, যা এককথায় রেকর্ড|’ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল পরবর্তী পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘৫ আগস্টের (জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ) পর পুলিশের গুলিতে একজনেরও মৃত্যু হয়নি| রাজ্যসভার অনেকেই রক্তবন্যার আশঙ্কা প্রকাশ করেছিলেন, তবে আমি একথা জানাতে পেরে অত্যন্ত খুশি হচ্ছি যে, পুলিশের গুলিতে একজনেরও মৃত্যু হয়নি| পাথর ছোড়ার ঘটনাও অনেকটাই কমেছে|’ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি শেষে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি এদিন বলেছেন, ‘এই মুহূর্তে, শুধুমাত্র ৬০৯ জন জেলবন্দি রয়েছেন| বাকিদের মুক্তি দেওয়া হয়েছে| ৫ আগস্ট প্রতিরোধমূলকভাবে পাথর-নিক্ষেপকারী, বিচ্ছিন্নতাবাদী এবং কয়েকজন রাজনৈতিক নেতা-সহ মোট ৫,১৬১ জনকে গ্রেফতার করা হয়েছিল|’ জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, ‘দেশের স্বার্থে যথাসময়ে কিছু ব্যবস্থা নিতে হবে| জরুরি অবস্থার সময় একজনের চেয়ার বাঁচাতে ৩৬ জন সাংসদকে গ্রেফতার করা হয়েছিল, আমরা আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই কাজ করছি|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.