ভারতের ৮৩জন সেনা পাকিস্তানের জেলে বন্দীদের অস্তিত্ব স্বীকারে নারাজ পাকিস্তান,সংসদে জানালেন মন্ত্রী মুরলি‌ধর

ভারতের ৮৩জন সেনা পাকিস্তানের জেলে বন্দীদের অস্তিত্ব স্বীকারে নারাজ পাকিস্তান,সংসদে জানালেন মন্ত্রী মুরলি‌ধর

ভারতের (India) ৮২জন ভারতীয় সেনা পাকিস্তানের জেলে বন্দী রয়েছে | লোকসভার নিম্নকক্ষে বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর (Muralidhar) এক প্রশ্নের উত্তরে বলেন বুধবার | শুধু পাকিস্তান নয় ,প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh),নেপাল (Nepal) এমনকি শ্রীলঙ্কার (Srilanka) নানা জেলেও বিচারাধীন রয়েছে ভারতীয় নাগরিক | এর মধ্যে পাকিস্তানে মৎস্যজীবী সহ ৩৩৭জন ভরাতীয় সেখানকার জেলে বন্দী থাকলেও পাকিস্তানের প্রশাসন সে কথা মোটেই স্বীকার করেনি বলে জানান মন্ত্রী |

২১শে মে ২০০৮ পাকিস্তান ও ভারতের (India) মধ্যে যে বন্দী সাক্ষরিত চুক্তি সাক্ষর হয় তাদের দেশে মৎস্যজীবী ও সাধারণ ভারতীয় (India) নাগরিক কতজন বছরে দুবার তার তালিকা দেওয়ার কথা | এছাড়া ভারতের (India) তরফে অনেকবার তাদের দেশের স্থানীয় প্রশাসনকে বিচার দ্রুত শেষ করার কথা বলা হয়েছে | আইনি সহায়তা ও জেলে যাতে স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়,তার দিকে নজর রেখেছে বিদেশ মন্ত্রক | বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে জীবিকার কথা ভেবে তাদের যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় তার অনুরোধও করে ভারত |

প্রসঙ্গত, বুধবার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,৩১০৩জন ভারতীয় জেলে গত তিনবছরে বাংলাদেশ, ইরান, কাতার, পাকিস্তানশ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক হয় | যার মধ্যে ৩২৪জন এখনও বন্দী থাকলেও বাকিদের মুক্তি দিয়েছে দেশগুলি | কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার মাধ্যমে বাকীদেরও ছাড়ানোর চেষ্টা চলছে বলে জানান মুরলিধর |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.