টাইব্রেকারে ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত, খালিদের দলকে জেতালেন গুরপ্রীত
কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। টাইব্রেকারে ওমানের শেষ শট বাঁচিয়ে জয়ের নায়ক গুরপ্রীত সিংহ সান্ধু। নির্ধারিত সময়ে খেলা ১-১ শেষ হয়েছিল। অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতে ভারত। পেনাল্টি শুটআউটে ভারতের আনোয়ার আলি এবং উদান্তা সিংহ মিস্ করেন। ওমানেরও প্রথম দু’টি শটRead More →