ইংল্যান্ডের ফুটবলে আবার ডামাডোল, আর্থিক মন্দার দায়ে বিক্রি হওয়ার মুখে আরও এক ক্লাব
ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে আবার বিতর্ক। লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরে এ বার বিক্রি হওয়ার মুখে আর এক ক্লাব। শোনা যাচ্ছে, এভার্টন বিক্রি করে দেওয়া হতে পারে। মালিক ফারহাদ মোশিরি নাকি ইতিমধ্যেই ইচ্ছুক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। গত বছরই ক্লাবের বেশির ভাগ শেয়ার কিনে নিয়েছিলেন মোশিরি। কিন্তু অল্প দিনেরRead More →