নিউ জ়িল্যান্ডে বুমরা, দু’এক দিনের মধ্যেই হয়তো অস্ত্রোপচার, বিশ্বকাপের আগে ফিরবেন?
পিঠের অস্ত্রোপচার করাতে নিউ জ়িল্যান্ড পৌঁছে গিয়েছেন যশপ্রীত বুমরা। দু’এক দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার করবেন অকল্যান্ডবাসী অস্থি শল্য চিকিৎসক রোয়ান সাউটন। জোফ্রা আর্চার, শেন বন্ডের মতো ক্রিকেটারদের অস্ত্রোপচার করে মাঠে ফিরিয়েছেন তিনি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক চেষ্টা করেও বুমরাকে চোটমুক্ত করা যায়নি। এই অবস্থায় খেললে তাঁর ক্রিকেটজীবনে বড় ঝুঁকিRead More →