Tokyo Olympic শুরুর আগেই ধাক্কা, গেম ভিলেজে ঢুকে পড়ল Corona Virus

মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে বেশ আঁটসাট বন্দোবস্তই করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। টোকিও অলিম্পিক (Tokyo Olympic) শুরুর আগেই প্রথম করোনা পজিটিভের হদিশ মিলল গেম ভিলেজে। আয়োজকদের তরফেই এ খবর নিশ্চিত করা হয়েছে। গত বছর অলিম্পিকের আসর বসার কথা থাকলেও করোনার (COVID-19) জেরে এক বছর পিছিয়ে যায় এই মেগা ইভেন্ট।Read More →