এমআরআই করার সময় স্বামীর সামনেই মৃত্যু হল ৬১ বছরের এক মহিলার। ওই মহিলা হার্টের রোগী ছিলেন, ডায়ালিসিস চলছিল। হার্টের সমস্যার জন্য বুকে পেসমেকারও বসানো হয়েছিল। মহিলার স্বামীর দাবি এমআরআই সেন্টারের টেকনিশিয়ান পেসমেকারের কথা পাত্তা দেননি। পাশপাশি ডায়ালিসিসের প্লাগের কথাও এড়িয়ে গিয়েছিলেন। এনিয়ে শুরু হয়েছে প্রবল হইচই। ঘটনাটি অন্ধ্র প্রদেশের এলুরের।Read More →