বিনামূল্যে এটিএমের লেনদেনের সর্বোচ্চসীমা পার করলে আরও বেশি চার্জ দিতে হবে। নয়া বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে সেই নিয়ম। সর্বোচ্চসীমা পেরিয়ে গেলে আপাতত লেনদেনপিছু যে ২০ টাকা ধার্য করা হয়, তা ১ জানুয়ারি থেকে বেড়ে দাঁড়াবে ২১ টাকা। সঙ্গে যোগ হবে জিএসটি। গত জুনেই এটিএম থেকে টাকা তোলার নির্দিষ্টRead More →